স্টাফ রিপোর্টার: ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআরে বাংলার পরিযায়ী শ্রমিক-সহ কর্মসূত্রে ভিনরাজ্যে বসবাসকারী বাঙালিদের জন্য বিশেষ ব্যবস্থা রাখার কথা ভাবছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, পরিযায়ী শ্রমিক ও বাংলা থেকে কর্মসূত্রে অন্য রাজ্যে থিতু হওয়া বাসিন্দাদের জন্য এনুমারেশন ফর্মে একটি আলাদা অংশ থাকবে। সংশ্লিষ্ট পরিযায়ী বা প্রবাসী যে শুধুমাত্র বাংলার ভোটার এবং অন্য রাজ্যের ভোটার তালিকায় তাঁর নাম নেই, তা লিখিতভাবে ঘোষণা করে স্বাক্ষর করতে হবে ওই অংশে। কোনও ব্যক্তি যাতে দুই জায়গায় ভোট না দিতে পারেন, তা নিশ্চিত করতেই এমন ভাবনা কমিশনের।
কমিশনের একটি সূত্র জানাচ্ছে, বাড়ি-বাড়ি ফর্ম পৌঁছে দেওয়ার পাশাপাশি অনলাইনেও ফর্ম পূরণের সুযোগ থাকবে। পরিযায়ী শ্রমিক ও ভিন রাজ্যে থিতু হওয়া বাংলার ভোটারদের কাছ থেকে আলাদা কোনও অতিরিক্ত নথি না চাওয়ার পথে হাঁটতে চাইছে কমিশন। ২০০২ সালের ভোটার তালিকায় নিজের বা বাবা-মায়ের নাম থাকলে শুধু সেই এপিক নম্বর ও পার্ট নম্বর দিলেই হবে। তবে বাবা-মায়ের নাম থাকলেও নিজের নাম না থাকলে ১২টি নির্ধারিত নথির যে কোনও একটি জমা দিতে হবে। তবে যেসব পরিযায়ী শ্রমিক বা তাঁদের বাবা-মায়ের নাম ২০০২-এর ভোটার তালিকায় নেই, তাঁদের ক্ষেত্রে কী নিয়ম, সে বিষয়টি এখনও অন্ধকারে।
এদিকে শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে দেখা করে বিজেপির এক প্রতিনিধি দল অভিযোগ জানায়, বারবার জানানো সত্বেও বিভিন্ন জেলায় স্থায়ী সরকারি কর্মীর পরিবর্তে তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মীদের বিএলও পদে নিয়োগ করা হচ্ছে। এবিষয়ে ১৮৯৮টি বিএলও পদে স্থায়ী সরকারি কর্মী নিয়োগের দাবি করেছে বিজেপি।