‘অন্যের বিছানায় তোমাকে শুতে দেখেছি’, চাহালের সঙ্গে বিচ্ছেদের পরই নতুন গান ধনশ্রীর

‘অন্যের বিছানায় তোমাকে শুতে দেখেছি’, চাহালের সঙ্গে বিচ্ছেদের পরই নতুন গান ধনশ্রীর

জ্যোতিষ খবর/ASTRO
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবারই আদালতে বিচ্ছেদ হয়েছে যুজবেন্দ্র চাহাল এবং ধনশ্রী ভার্মার। তারকাদম্পতির ‘বিগবাজেট’ ডিভোর্স নিয়ে চর্চার অন্ত নেই নেটপাড়ায়। খোরপোশ নেওয়ায় ধনশ্রীকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে একাংশ! সেই আবহেই ডিভোর্স মামলা রফা হওয়ার রাতে নতুন গান প্রকাশ্যে নিয়ে এলেন সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তথা কোরিওগ্রাফার ধনশ্রী ভার্মা। যে গানের কথায় ছত্রে ছত্রে উঠে এল দাম্পত্য কলহের যন্ত্রণার কথা।

‘দেখা জি দেখা ম্যায়নে’ শীর্ষক গানে ধনশ্রীকে দেখা গিয়েছে গার্হস্থ্য হিংসায় জর্জরিত এক স্ত্রীয়ের চরিত্রে। সেই গানের কথা শুনে নেটপাড়ার প্রায় চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড় হয়েছে! “অন্যের বিছানায় আমি তোমাকে শুতে দেখেছি, কাছের মানুষের চোখে জল দেখেছি।… নতুন খেলনা পেয়ে পুরনো খেলনা ভুলে গিয়েছো…।” এহেন অজস্র বিস্ফোরক কথা রয়েছে গানে। আর সেই গান শুনেই শ্রোতাদের প্রশ্ন, ডিভোর্সের দিনই ‘দেখা জি দেখা ম্যায়নে’ গানটি প্রকাশ্যে এনে আপনি কি আদতে যুজবেন্দ্র চাহালের দিকেই ইঙ্গিত করলেন? যদিও কোরিওগ্রাফার নিরুত্তর, তবে রিলিজের পর নিমেষেই ভাইরাল ধনশ্রী ভার্মার মিউজিক ভিডিও। যা কিনা বর্তমানে নেটপাড়ায় চর্চার শিরোনামে।

প্রসঙ্গত, ২০২০ সালের ডিসেম্বর মাসে বিয়ে হয় দম্পতির। কিন্তু বনিবনা না হওয়ায় বিয়ের ১৮ মাস পর থেকেই আলাদা থাকা শুরু করেন তাঁরা। গত প্রায় আড়াই বছর আলাদাই থাকেন তাঁরা। শেষমেশ গত ৫ ফেব্রুয়ারি একসঙ্গে বান্দ্রার এক পরিবার আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন চাহাল এবং ধনশ্রী। হিন্দু বিবাহ আইন অনুযায়ী, বিচ্ছেদের আগে ৬ মাসের যে কুলিং অফ পিরিয়ড বাধ্যতামূলক। কিন্তু চাহাল-ধনশ্রী ততদিন অপেক্ষা করতেও রাজি ছিলেন না। কুলিং অফ পিরিয়ড বাতিল করে তাৎক্ষনিক বিবাহ বিচ্ছেদের অনুমতি চান তাঁরা।

চাহালের ব্যস্ততার কথা মাথায় রেখেই কুলিং অফ পিরিয়ড বাতিল করার সিদ্ধান্ত নেয় বান্দ্রার পারিবারিক আদালত। বৃহস্পতিবার মুখোশে মুখ ঢেকে আদালতে হাজির হন চাহাল-ধনশ্রী। আদালত জানিয়ে দেয়, তারকা দম্পতির বিচ্ছেদ সম্পন্ন। খোরপোশ বাবদ ৪ কোটি ৭৫ লক্ষ টাকা চেয়েছেন ধনশ্রী। সেই টাকা দিতে চাহাল রাজি হয়ে গিয়েছেন। ইতিমধ্যেই ২ কোটি ৩৭ লক্ষ ৫৫ হাজার টাকা দিয়েছেন তারকা স্পিনার। ডিভোর্সে সিলমোহর পড়ার পরে বাকি টাকাও দিয়ে দেবেন বলে তিনি জানিয়েছেন। এসবের মাঝেই ‘টক অফ দ্য টাউন’ ধনশ্রীর মিউজিক ভিডিও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *