‘অন্যায়ের সঙ্গে আপস নয়’, TMCP-র প্রতিষ্ঠা দিবসে বার্তা মমতার, নিষ্ঠার সঙ্গে এগোতে বললেন অভিষেক

‘অন্যায়ের সঙ্গে আপস নয়’, TMCP-র প্রতিষ্ঠা দিবসে বার্তা মমতার, নিষ্ঠার সঙ্গে এগোতে বললেন অভিষেক

জ্যোতিষ খবর/ASTRO
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাথা উঁচু করে বাঁচাবে, অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর সকালে পোস্ট তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। লিখলেন, ‘আমার নবীন সহকর্মীদের বলব, কোনও অবস্থায় অন্যায়ের সঙ্গে আপস করবে না। মাথা উঁচু করে বাঁচবে। যে কোনও লড়াইয়ে আমাকে সবসময় পাশে পাবে।’ বার্তা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তিনি যুবদের কাছে নিষ্ঠার সঙ্গে দলকে এগিয়ে যাওয়ার আর্জি জানিয়েছেন। 

আজ, বৃহস্পতিবার মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী সভা। প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায়। বলবেন অভিষেকও। বছর ঘুরতেই ভোট। ছাত্র সংগঠনকে কী বার্তা দেন শীর্ষ নেতৃত্ব, তার দিকে নজর সকলের। তার আগে সকালে দলের ছাত্র সংগঠনকে মাথা উঁচু করে বাঁচার বার্তা দিয়েছেন মমতা। নতুনদের পাশাপাশি পুরনোদেরও অভিনন্দন জানিয়েছেন মমতা। লেখেন, ‘তৃণমূল ছাত্র পরিষদের এই ঐতিহাসিক প্রতিষ্ঠা দিবসে আমি এর নতুন-পুরোনো সকল সদস্য-সদস্যাকে জানাই জাতীয়তাবাদী অভিনন্দন।’  তৃণমূল যুব সংগঠন যে বাংলার উন্নতি ও লড়াইয়ের অবিছেদ্য অঙ্গ তাও জানিয়েছেন সুপ্রিমো। তাঁর লেখায় রয়েছে, তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল পরিবারের অবিচ্ছেদ্য অঙ্গ। বাংলাকে আরও উন্নত ও শক্তিশালী করার লক্ষ্যে আমাদের যে লড়াই তাতে তারাও সামিল।’

মমতার পাশাপাশি প্রতিষ্ঠা দিবসের সকালে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তিনি জানিয়েছেন, ‘TMCP তরুণদের তাদের কণ্ঠস্বর উত্থাপন করতে, তাদের আকাঙ্ক্ষা অনুসরণ করতে এবং উজ্জ্বল আগামীর জন্য অবদান রাখতে সক্ষম। সমাজিক ন্যায়বিচারের দাবিতে বাংলার যুবসমাজের স্থায়ী ভূমিকা রয়েছে।’ এরপরই তিনি লিখেছেন, প্রত্যেক সদস্যের দৃঢ় অঙ্গীকারের জন্য তাঁদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এবং সকলকে নতুন সংকল্প এবং নিষ্ঠার সঙ্গে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *