সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাথর খাদানে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল ৬ শ্রমিকের। আহত হয়েছেন আরও ১০ জন। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে অন্ধ্রপ্রদেশের বাপটলা এলাকার এক গ্রানাইট পাথরের খাদানে। দুর্ঘটনায় মৃত শ্রমিকদের সকলেই ওড়িশার বাসিন্দা বলে জানা গিয়েছে। আহতদের অনেকেরই অবস্থা গুরুতর। মর্মান্তিক এই দুর্ঘটনার তথ্য প্রকাশ্যে আসার পর তৎপর হয়েছেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।
পুলিশের তরফে জানানো হয়েছে, রবিবার সকালে এই দুর্ঘটনা ঘটে বাপটলা জেলার বল্লিকুরবায় অবস্থিত সত্যকৃষ্ণ পাথর খাদানে। খননের সময় এক বিরাট পাথর সরে যাওয়ার ফলে বড়সড় ধস নেমে পাথরের নিচে চাপা পড়েন শ্রমিকরা। ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন ১৬ জন শ্রমিক। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৬ জনের। আহত হন বাকিরা। তড়িঘড়ি উদ্ধারকাজে নামে প্রশাসন। আহত ১০ জনকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বাপটলা জেলার পুলিশ সুপার তুষার ডুডি। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, ওই খনিতে পর্যাপ্ত সুরক্ষাবিধি পালন করা হয়নি। তার জেরেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
মর্মান্তিক এই দুর্ঘটনার খবর জানার পর উদ্বেগ প্রকাশ করেছেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। কেন এই দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে, আহতরা যাতে পর্যাপ্ত চিকিৎসা পান তার ব্যবস্থা করার জন্য। আহতরা সকলেই নরসারাবপেটের এক সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা গিয়েছে।