সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওভাল টেস্টের পঞ্চম দিন রুদ্ধশ্বাস ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। জয়ের জন্য এখনও ৩৭ রান প্রয়োজন ইংল্যান্ডের। ভারতের দরকার ৪ উইকেট। এমন হাড্ডাহাড্ডি পরিস্থিতিতে তাঁদের মনে একটা প্রশ্ন, আহত পেসার ক্রিস ওকস কি পঞ্চম দিন ব্যাট করতে নামবেন? জো রুট স্পষ্ট করে দিয়েছেন, দলের প্রয়োজনে ব্যাট করতে নামবেন ওকস। এক্ষেত্রে কি ঋষভ পন্থের কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছেন তিনি? রুটও কিন্তু তাঁর কথায় টেনে এনেছেন পন্থের প্রসঙ্গও।
চতুর্থ দিন আর্ম স্লিং পরা অবস্থায় দেখা গিয়েছে ওকসকে। এরপর তাঁকে জার্সি পরে থাকতেও দেখা যায়। চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে রুট বলেন, “সবাই ওকে দেখেছে। খুবই যন্ত্রণার মধ্যে আছে। তবুও ও প্রস্তুত।” এরপরেই পন্থের প্রসঙ্গ টেনে আনেন তিনি।
ভারতীয় দলের উইকেটরক্ষকের নাম না করে রুট বলেন, “এই সিরিজে ভাঙা পা নিয়েও ব্যাট করতে দেখা গিয়েছে একজনকে। দলের প্রয়োজনে চোট নিয়ে অনেকেই এমন ঝুঁকি নেয়। ওকস তার ব্যতিক্রম নয়। ওর চারিত্রিক দৃঢ়তার প্রশংসা করতে হবে। ইংল্যান্ডের জন্য ও ঝুঁকি নিতে প্রস্তুত। তবে, আশা করি ওকে নামতে হবে না। তার আগেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেব আমরা।”
ওভাল টেস্টের প্রথম দিন চোট পেয়ে মাঠ ছাড়ার আগে কেএল রাহুলের উইকেট নিয়েছিলেন ওকস। ৫৭তম ওভারে করুণ নায়ারের শট আটকাতে বাউন্ডারি লাইনে ডাইভ দেন। বাউন্ডারি বাঁচিয়ে ফেললেও বাঁ কাঁধে চোট পান ওকস। যন্ত্রণায় কাতরাতে কাতরাতেই মাঠ ছেড়ে বেরিয়ে যান তিনি। তখনই অনুমান করা গিয়েছিল, ওভালে আর বল করতে পারবেন না ইংরেজ পেসার। দ্বিতীয় দিন সকালে খেলা শুরুর আগেই ইসিবি’র এক্স হ্যান্ডেলে জানানো হয়, পঞ্চম টেস্টে আর খেলতে পারবেন না ওকস। তবে, দলের প্রয়োজনে ভাঙা কাঁধ নিয়েই ব্যাট হাতে নেমে পড়তে প্রস্তুত ৩৬ বছর বয়সি এই পেসার।