‘অনুপ্রবেশ নয়, জনবিন্যাস বদলই ভার‍তের সবচেয়ে বড় সমস্যা’, বাংলাকে নিশানা মোদির?

‘অনুপ্রবেশ নয়, জনবিন্যাস বদলই ভার‍তের সবচেয়ে বড় সমস্যা’, বাংলাকে নিশানা মোদির?

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনুপ্রবেশ নয়, বর্তমান ভারতের ঐক্যের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হল জনবিন্যাসের পরিবর্তন। আরএসএসের শতবার্ষিকী অনুষ্ঠান এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর কথায়, বৈচিত্র্যের মধ্যে ঐক্যসাধনের আদর্শ ভারতের আত্মায় রয়েছে। কিন্তু জাতপাত, ভাষা, আঞ্চলিকতা, উগ্রপন্থার দ্বারা যে বিভেদ তৈরি হয় তা ভারতকে দুর্বল করে দেবে। প্রসঙ্গত, জনবিন্যাস বদল নিয়ে স্বাধীনতা দিবসের ভাষণেও সুর চড়িয়েছিলেন মোদি।

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ উপলক্ষে বুধবার নয়া ডাক টিকিট ও মুদ্রা প্রকাশ করেন মোদি। দিল্লিতে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ও আরএসএস শীর্ষকর্তাদের উপস্থিতিতে এই অনুষ্ঠান হয়। সেখানেই মোদি বলেন, “আমাদের জনবিন্যাস বদলাতে ষড়যন্ত্র চলছে। অনুপ্রবেশের কারণে আমাদের জাতীয় সুরক্ষা যতখানি বিপজ্জনক, বর্তমানে তার চেয়েও বেশি বিপজ্জনক হয়ে উঠেছে জনবিন্যাসের বদল। ফলে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের আদর্শও নষ্ট হচ্ছে।” তবে প্রধানমন্ত্রীর কথায়, এই ষড়যন্ত্র ব্যর্থ করেছে তাঁর সরকার।

উল্লেখ্য, চলতি বছরের স্বাধীনতা দিবসের ভাষণেও মোদি বলেছিলেন, “রীতিমতো ষড়যন্ত্র করে ভারতের জনবিন্যাস বদলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।” আর তাতে অতীতের সরকারগুলিরও যে ভূমিকা রয়েছে, কৌশলে সে অভিযোগও করতে শোনা গিয়েছে মোদিকে। বিহারে বিশেষ নিবিড় সমীক্ষাকে (এসআইআর) কেন্দ্র করে সম্প্রতি উত্তাল হয়েছে জাতীয় রাজনীতি। এসআইআরের সপক্ষে বিজেপির যুক্তি, ভোটার তালিকায় বাংলাদেশি অনুপ্রবেশকারীরা রয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে। তাদের খুঁজে বের করতেই এই প্রক্রিয়া।

জনবিন্যাস বদলের জেরে জাতীয় নিরাপত্তার জন্য তৈরি হয়েছে বড়সড় চ্যালেঞ্জ, এমনটা স্বাধীনতা দিবসের ভাষণেও বলেছিলেন মোদি। তাই ‘দেশ বাঁচাতে’ ‘ভিশন ডেমোগ্রাফি’ মিশনের ঘোষণা করেছিলেন। জনবিন্যাস বদলানোর এই ষড়যন্ত্র রুখে দিতে সরকার বদ্ধপরিকর, দাবি করেছিলেন মোদি। এবার আরএসএসের মঞ্চেও জনবিন্যাসের বদল নিয়ে মুখ খুললেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *