সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনলাইনে গেমে বিপুল লেনদেনে আর্থিক প্রতারণার শিকার! ঘরে বসে বিপুল রোজগারের হাতছানিতে সর্বস্ব খোয়ানো। বেটিংয়ের ফলে নিঃস্ব হয়ে আত্মহত্যার প্রবণতা। অনলাইন গেমের প্রতি আসক্তি। এসব বন্ধ করতে এবার নয়া গেমিং আইন আনছে কেন্দ্র। ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভা নতুন বিলে ছাড়পত্র দিয়ে দিয়েছে।
কী আছে ওই বিলে?
কেন্দ্রের প্রস্তাবিত বিলে বলা হচ্ছে, অনলাইনে বেটিং করাটাকে অপরাধ হিসাবে গণ্য করা হবে।
কোনওরকম অস্বীকৃত বেটিং অ্যাপ বা গেমের বিজ্ঞাপন বা প্রমোশন করা যাবে না। তাতে জরিমানা হতে পারে।
অস্বীকৃত বেটিং অ্যাপে জুয়া খেললে ৭ বছর পর্যন্ত জেল হতে পারে।
অস্বীকৃত অনলাইন অ্যাপে রোজগার করা টাকা, বা ওই ধরনের কোনও অ্যাপে টাকা বিনিয়োগ ব্যাঙ্কের মাধ্যমে করা যাবে না। অর্থাৎ অস্বীকৃত অ্যাপে ব্যাঙ্কের মাধ্যমে লেনদেন করা যাবে না।
বেআইনি বা অস্বীকৃত বেটিং অ্যাপ, বা রিয়াল মানি গেমিং অ্যাপ চালালে সেই ব্যক্তিকে কড়া শাস্তির মুখে পড়তে হবে।
কেন এই আইন?
কেন্দ্র বলেছে, অনলাইন গেমসের আসক্তি যুবসমাজকে বিভ্রান্ত করছে। এই আসক্তি দূর করা দরকার। তাছাড়া অনলাইন বেটিং অ্যাপে রোজগারের নেশায় বহু মানুষ সর্বস্ব খোয়াচ্ছেন। এই সব গেমসের আসক্তি অবসাদ এবং আত্মহত্যা প্রবণতার বাড়ায়। এসব নিয়ন্ত্রণ করে দেশীয়, শিক্ষামূলক গেমিং অ্যাপকে উৎসাহ করাও কেন্দ্রের অন্যতম উদ্দেশ্য। এই উদ্দেশ্যে এই গেমগুলির উপর নজরদারি চালানোর অধিকার দেওয়া হচ্ছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রককে।
সব ঠিক থাকলে চলতি সপ্তাহেই লোকসভায় বিলটি পেশ করা হতে পারে। এই বিল আইনে পাশ হলে অনলাইন গেমিং অ্যাপের জগতে যে সমান্তরাল অর্থনীতি চলে, তাতে ধস নামতে পারে।