সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এআই তথা কৃত্রিম বুদ্ধিমত্তার দাপটের যুগে সত্যি-মিথ্যে আলাদা করা ক্রমেই কঠিন হয়ে পড়ছে। বিখ্যাত ব্যক্তিদের ‘নকল’ ভিডিওর ছড়িয়ে পড়ার ঘটনা নতুন নয়। এই পরিস্থিতিতে প্রকাশ্যে এল ধর্মীয় নেতা জগ্গা বাসুদেব সদগুরুর এআই-নির্মিত ভিডিও। অভিযোগ, বহু ভিডিওয় সদগুরুর নাম, ছবি ও ব্যক্তিত্বকে ব্যবহার করা হচ্ছে। শুক্রবার দিল্লি হাই কোর্ট বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মকে নির্দেশ দিল ভিডিওগুলি সরিয়ে ফেলার জন্য।
প্রসঙ্গত, সদগুরু ও ঈশা ফাউন্ডেশন আদালতের দ্বারস্থ হয়েছিলেন আগেই। অভিযোগ ছিল, বহু ‘নকল’ ভিডিও, অডিও ও ইমেজ ছড়িয়ে পড়ছে যেগুলি আদপেই সদগুরুর নয়। আর সেই অভিযোগের পরই এদিন এই নির্দেশ দিল উচ্চ আদালত।
অনেক সোশাল মিডিয়া ইউজারই রেড ফ্ল্যাগ দেখান এমন বহু ভিডিওকে। বহু ক্ষেত্রেই বিনিয়োগ প্রোমোশন, এমনকী পণ্যের বিজ্ঞাপন অথবা পেজের ফলোয়ার বাড়াতে এই ধরনের ভিডিও ছড়িয়ে দেন বলে অভিযোগ। এই পরিস্থিতিতে ঈশা ফাউন্ডেশন এক্স হ্যান্ডলে জানিয়েছিল, ‘এই জালিয়াতির মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি নকল ভিডিও, সদগুরুর গ্রেপ্তারের মতো মিথ্যা ঘটনা চিত্রিত করে বিকৃত ছবি এবং আর্থিক বিনিয়োগের প্রচারকারী বিভ্রান্তিকর বিজ্ঞাপন।’
এবার আদালতের এই নির্দেশকে স্বাগত জানিয়ে, ঈশা ফাউন্ডেশনের তরফে জানানো হয়েছে যে তারা এই ধরনের জাল কনটেন্ট সরানোর কাজ শুরু করেছে। পাশাপাশি সাধারণ মানুষ যাতে এই ধরনের বিভ্রান্তির ফাঁদে পা না দেন, তা নিশ্চিত করতেও সক্রিয়ভাবে কাজ করছে।
গত বছর গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন সদগুরু। সিটি স্ক্যানে ধরা পড়ে প্রবল রক্তক্ষরণে হয়েছে মস্তিষ্কে। এক বেসরকারি হাসপাতালে দ্রুত মস্তিষ্কে অস্ত্রোপচার হওয়ার পর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন তিনি। গোটা দেশে তো বটেই, বিদেশেও ছড়িয়ে রয়েছে তাঁর ভক্তবৃন্দ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন