অধিনায়ক হিসেবে অশ্বিনের পছন্দ জাদেজা, ইঙ্গিতবাহী পোস্টে জল্পনা বাড়ালেন খোদ জাড্ডু

অধিনায়ক হিসেবে অশ্বিনের পছন্দ জাদেজা, ইঙ্গিতবাহী পোস্টে জল্পনা বাড়ালেন খোদ জাড্ডু

জ্যোতিষ খবর/ASTRO
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাল বলের ক্রিকেট থেকে রোহিত শর্মা অবসর নিয়েছেন। এরপর ভারতীয় ক্রিকেটে সবচেয়ে কৌতূহলী প্রশ্নটি হল, ‘হিট ম্যানে’র জায়গায় টেস্ট দলের নেতৃত্ব দিতে কাকে দেখা যাবে? শোনা যাচ্ছে, বোর্ডের একাংশের নেতা হিসেবে পছন্দ শুভমান গিলকে। যদিও প্রাক্তন অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন মনে করছেন অন্য কথা। তিনি অধিনায়ক হিসেবে দেখছেন রবীন্দ্র জাদেজাকে। যা শুনে চমকে গিয়েছেন অনেকেই। এই আবহে একটা ইঙ্গিতবাহী পোস্টও করেছেন জাড্ডু। 

টেস্ট ক্রিকেটে ৫৩৭ উইকেটের মালিক নিজের ইউটিউব চ্য়ানেলে এই প্রসঙ্গে মুখ খুলেছেন। ‘অ্যাশ কি বাত’-এ অশ্বিন বলেন, “ভারতীয় ক্রিকেট দলের অন্যতম ক্রিকেটার রবীন্দ্র জাদেজা। ওর অভিজ্ঞতাও প্রচুর। নতুন কাউকে যদি অধিনায়ক করতেই হয়, তাহলে জাদেজাই আমার প্রথম পছন্দ। অন্তত দু’বছর নেতৃত্ব দিক ও। সেক্ষেত্রে ডেপুটি হিসেবে ওই তরুণকে দায়িত্ব দেওয়া যেতে পারে। এর ফলে সেই তরুণ ক্রিকেটার নিজেকে আরও ভালোভাবে তৈরি করতে পারবে।” বিশেষজ্ঞরা মনে করছেন, তরুণ ক্রিকেটার বলতে শুভমান গিলের কথাই বলেছেন অশ্বিন।

এরপর তাঁর সংযোজন, “ক্যাপ্টেন যেই হোক তার জন্য শুভেচ্ছা। দলে দীর্ঘদিন খেলার পর আমরা সবাই ভারতের অধিনায়কত্ব করতে চাই। তাই কখনও না কখনও জাদেজাও নিশ্চয়ই ক্যাপ্টেন হওয়ার স্বপ্ন দেখেছে। এর আগে তো সিএসকে’র অধিনায়ক হিসেবেও দায়িত্ব সামলেছে ও। তবে খুব একটা সফল ছিল না। আমি বলছি না যে, ওরই অধিনায়ক হওয়া উচিত। তবে এটুকুই বলতে চাই, জাদেজা কিন্তু অন্যতম দাবিদার।”

টেস্ট অধিনায়ক নির্বাচনের ক্ষেত্রে ‘গুরু’ গম্ভীর যে বড় ভূমিকা নিতে চলেছেন, সে কথা মনে করিয়ে অশ্বিন বলেন, “যে দলই নির্বাচিত হোক না কেন, তাতে গম্ভীরের ভূমিকা থাকবে। মনে রাখতে হবে, এই দলে জাদেজা আর বুমরাহ ছাড়া গম্ভীরই কিন্তু একমাত্র সিনিয়র। অধিনায়ক নির্বাচনে তারই বিশাল ভূমিকা থাকবে।” এই আবহে রবীন্দ্র জাদেজাও ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ইঙ্গিতবাহী পোস্ট করেন। সেখানে সাদা জার্সিতে নিজের একটা ছবিতে দেখা যায় ‘জাড্ডু’কে। তাঁর কাঁধে ছিল দক্ষিণী ঘরানার একটা চাদরও। ক্যাপশনে তিনি লেখেন, ‘শুভকামনার জন্য অনেক ধন্যবাদ’।

Image



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *