সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিরিজ শুরু হতে এখনও চার মাসেরও বেশি বাকি। কিন্তু তার আগেই নিঃশেষ হয়ে গেল ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচের টিকিট। বৃহস্পতিবার ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে জানানো হয়, সিডনির ওয়ানডে ম্যাচ এবং ক্যানবেরার টি-২০ ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। জানা গিয়েছে, একজন ব্যক্তিই ৮৮০টি টিকিট কেটে ফেলেছেন।
চলতি বছরের শেষে অস্ট্রেলিয়ায় সাদা বলের সিরিজ খেলতে যাবে ভারতীয় দল। তিনটি ওয়ানডে এবং পাঁচটি টি-২০ ম্যাচের সিরিজ হবে। টি-টোয়েন্টি এবং টেস্ট থেকে অবসর নিয়ে ফেলা রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে হয়তো ওয়ানডে সিরিজে খেলতে দেখা যাবে। সব মিলিয়ে এই সিরিজ নিয়ে অস্ট্রেলিয়ার প্রবাসী ভারতীয়দের মধ্যে আগ্রহ তুঙ্গে। তাই টিকিট বিক্রি শুরু হওয়ার মাত্র দু’ সপ্তাহের মধ্যেই দু’টি ম্যাচ ‘হাউসফুল’। বাকি ম্যাচের টিকিটও খুব দ্রুত শেষ হয়ে যাবে বলেই ক্রিকেট অস্ট্রেলিয়ার অনুমান।
টিকিট বিক্রির পরিসংখ্যান প্রকাশ করে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, আটটি ম্যাচের ৯০ হাজারেরও বেশি টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে। তার মধ্যে ১৬ শতাংশেরও বেশি টিকিট কিনে ফেলেছে ভারতীয় সমর্থকদের ফ্যানক্লাবগুলি। দ্য ভারত আর্মি ইতিমধ্যেই ২৪০০ টিকিট কিনেছে, ১৪০০ টিকিট কিনেছে ফ্যানস ইন্ডিয়া। এছাড়াও ব্রিসি বানিয়াস নামে এক আগারওয়াল গোষ্ঠীর সদস্য অমিত গোয়েল একাই ৮৮০টি টিকিট কিনেছেন। এছাড়াও অস্ট্রেলিয়ার অন্যান্য ভারতীয় সমিতিগুলিও প্রচুর পরিমাণে টিকিট কেটেছে।
ভারত-অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে দর্শকদের এমন উন্মাদনা দেখে খুশি ক্রিকেট অস্ট্রেলিয়াও। তাদের মতে, ক্রিকেটের নিরিখে আসন্ন গ্রীষ্মটাই অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা হতে চলেছে। উল্লেখ্য, ১৯ অক্টোবর ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে পারথে। পরের দুটি ম্যাচ ২৩ এবং ২৫ অক্টোবর যথাক্রমে অ্যাডিলেড এবং সিডনিতে। তারপর ২৯ অক্টোবর থেকে শুরু হবে টি-২০ সিরিজ। ৮ নভেম্বর পর্যন্ত চলবে সিরিজ।