সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টিম ইন্ডিয়া খেলছে এশিয়া কাপে। সূর্যকুমার-শুভমান গিলদের নিয়েই ব্যস্ত দেশের ক্রিকেটভক্তরা। ভারতের মহিলা দল আবার ওয়ানডে বিশ্বকাপের আগে ব্যস্ত ছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে। সেখানে আবার ব্যাটে ঝড় তুলেছিলেন স্মৃতি মন্ধানা। এই সবের মধ্যে কিন্তু নিজের কাজটা করে যাচ্ছে বৈভব সূর্যবংশীও। অনূর্ধ্ব-১৯ দলের হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আগুনে মেজাজে ছিল ১৪ বছরের ব্যাটার। সেই সঙ্গে ভারতকে ম্যাচ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিল মুম্বইয়ের ক্রিকেটার অভিজ্ঞান কুণ্ডু।
ব্রিসবেনে প্রথম ওয়ানডেতে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া তোলে ২২৫ রান। হেনিল প্যাটেল (৩৮/৩), কণিষ্ক চৌহানের (৩৯/২) আঁটসাঁট বোলিংয়ের সামনে একেবারেই সাফল্য পায়নি অজি ব্যাটাররা। তবে প্রথম আঘাতটা করেছিল কিষান কুমার (৫৯/২)। শেষের দিকে জন জেমস ৭৭ রানে অপরাজিত না থাকলে ২০০ রানের গণ্ডিও পেরোত না অস্ট্রেলিয়া দল।
জবাবে একেবারেই সমস্যায় পড়েনি ভারতের ছোটরা। যার নেপথ্যে বৈভবের বিধ্বংসী ব্যাটিং। বৈভব শুরুটাই করে চার মেরে। দ্বিতীয় ওভারে অধিনায়ক আয়ুষ মাত্রে সুবিধা করতে পারেনি। তারপরের ওভার থেকেই শুরু হয় বৈভবের তাণ্ডব। শিলারকে এক ওভারে তিনটি চার মেরে স্বাগত জানায়। তারপরের ওভারে তোলে ২২ রান। ওখানেই যেন ম্যাচের ভবিষ্যৎ ঠিক হয়ে যায়। যদিও তারপরের ওভারে ২২ বলে ৩৮ রান করে আউট হয়ে যায় বৈভব। ৭টি চারের পাশাপাশি একটি ছক্কাও ছিল তাঁর ইনিংসে। বাকি কাজটা শেষ করে বেদান্ত ত্রিবেদী (৬১) ও অভিজ্ঞান কুণ্ডু (৮৭)। মাত্র ৩ উইকেট হারিয়ে ১১৭ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় ভারতীয় দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বৈভবরা ১-০ ব্যবধানে এগিয়ে।
Vaibhav Sooryavanshi dealing in maximums… the place have we seen this sight earlier than?
AUS U19 IND U19 ▶️ 1st Youth ODI LIVE NOW https://t.co/JE8yCo5CYg pic.twitter.com/gaf3pkBdqa
— Star Sports activities (@StarSportsIndia) September 21, 2025
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন