অঘটনের লক্ষ্যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ, দাগ কাটতে পারবেন শান্তরা?

অঘটনের লক্ষ্যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ, দাগ কাটতে পারবেন শান্তরা?

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


৮ বছর পর ফিরছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। নামছে বিশ্বের সেরা ৮ দল। টুর্নামেন্ট শুরুর আগে কে কোথায় দাঁড়িয়ে? আজ নজরে বাংলাদেশ।

গ্রুপ: গ্রুপ এ-তে বাংলাদেশের সঙ্গে রয়েছে ভারত, পাকিস্তান এবং নিউজিল্যান্ড।

১৫ সদস্যের দল:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, নাহিদ রানা, জাকের আলি, তানজিদ হাসান, তানজিম হাসান, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ ও পারভেজ হোসেন।

শক্তি:
টিমে একাধিক মাল্টি-ইউটিলিটি ক্রিকেটারের উপস্থিতি। যেমন সহ-অধিনায়ক মেহদি হাসান মিরাজ, সৌম্য সরকার, তানজিম হাসান শাকিব। তা ছাড়া ওয়ানডে ফর্ম্যাটেই সবচেয়ে স্বচ্ছন্দ বাংলাদেশ। একঝাঁক তরুণ ক্রিকেটার নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামছে বাংলা টাইগাররা।

দুর্বলতা:
ধারাবাহিকতা এবং লিটন দাসের অনুপস্থিতি। অতীতে বড় ম্যাচে, বিশেষ করে ভারতের বিরুদ্ধে পারফর্ম করেছেন লিটন। শাকিব-আল-হাসানের না থাকাও বিরাট ধাক্কা। আরও সমস্যার, বিপিএল খেলে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নামছে বাংলাদেশ। যা আদতে টি-টোয়েন্টি ফর্ম্যাটের টুর্নামেন্ট। ওয়ানডে-তে সাম্প্রতিক ফর্মও ভালো নয় তাদের। শেষ ছ’টা ওয়ান ডে ম্যাচের মধ্যে পাঁচটাতেই হেরেছে বাংলাদেশ। তরুণ দলে অভিজ্ঞতার অভাবও ভোগাতে পারে।

এক্স ফ্যাক্টর
মেহদি হাসান মিরাজ।

সম্ভাবনা:
বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত পাকিস্তান রওনা দেওয়ার আগে দাবি করছেন, তাঁর দল চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার। তাছাড়া ক্রিকেটে অঘটনও ঘটে। শান্ত যতই অঘটনের আশায় থাকুন, বাংলাদেশের এই টিমের খাতায় কলমে যা শক্তি, আর যে গ্রুপে বাংলাদেশ রয়েছে। সেই গ্রুপের বেড়া টপকানো বাংলাদেশের পক্ষে বেশ কঠিন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *