সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২ বছর পেরিয়ে গেলেও এখনও পুরোপুরি নেভেনি মণিপুরের আগুন। এবার সেই ইস্যুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া সুরে আক্রমণ শানালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। জানালেন, ৪২টি দেশ ঘুরে বেড়ালেন প্রধানমন্ত্রী অথচ মণিপুরে যাওয়ার সময় পেলেন না। শুধু তাই নয়, সংবিধানকে হত্যা করা হচ্ছে বলেও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সরব হলেন তিনি।
শনিবার কর্নাটকের মাইসুরুতে ২৫০০ কোটি টাকার একটি প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মল্লিকার্জুন খাড়গে। সেখানেই বিজেপি, আরএসএস-এর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একসুরে বেঁধে আক্রমণ শানান খাড়গে। মণিপুর হিংসার প্রসঙ্গ তুলে খাড়গে বলেন, “উত্তর-পূর্বের রাজ্য মণিপুর গত প্রায় ২ বছর ধরে জাতি হিংসার আগুনে জ্বলছে। সেখানকার পরিস্থিতি স্বাভাবিক করতে কেন্দ্র যে পদক্ষেপ করছে তাঁর বিরোধিতা করে এসেছি আমরা।” এরপরই সুর চড়িয়ে বলেন, “এই সময়কালের মধ্যে প্রধানমন্ত্রী ৪২টি দেশ ঘুরে এলেন অথচ মণিপুরে যাওয়ার সময় হল না তাঁর।”
একইসঙ্গে বিজেপি ও আরএসএস-এর বিরুদ্ধে সংবিধান বদলের ষড়যন্ত্রের অভিযোগ তুলে খাড়গে আরও বলেন, “বিজেপি ও আরএসএস সংবিধান সংশোধন ও সেটি নতুন করে লেখার দাবি তুলেছে। কিন্তু আপনারা যতই চেষ্টা করুন না কেন, এই দেশের মানুষ আপনাদের সংবিধান বদল করতে দেবে না। যদি ওরা সংবিধান বদলায় সেক্ষেত্রে আপনাদের সব অধিকার কেড়ে নেবে।” পাশাপাশি খাড়গে বলেন, “মোদিজি, আপনি এই সংবিধানের দোউলতেই মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী হয়েছেন। সংসদে প্রবেশের আগে এই সংবিধানকে প্রণাম করেছিলেন। আজ আজ সেই সংবিধানকেই উনি হত্যা করছেন।”
এছাড়াও রবার্ট ভঢরা বিরুদ্ধে ইডির চার্জশিট প্রসঙ্গে খাড়গে বলেন, এই পদক্ষেপ শুধুমাত্র সম্মানহানি চেষ্টা ছাড়া অন্য কিছু নয়। এই বিজেপি সরকার কংগ্রেস দলকে শুরু থেকে টার্গেট করেছে। দলের একজন ব্যক্তিকে টার্গেট করতে চায় ওরা। কিন্তু তারা কখনই সফল হবে না।