২৮ জুলাই রাশিফল: মিথুন রাশির জাতকরা শব্দ প্রয়োগে সাবধানে হন, বাকিদের ভাগ্যে কী আছে?

২৮ জুলাই রাশিফল: মিথুন রাশির জাতকরা শব্দ প্রয়োগে সাবধানে হন, বাকিদের ভাগ্যে কী আছে?

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমাদের প্রতিদিনের জীবনে এমন অনেক কিছুই ঘটে, যার তল মেলা ভারি মুশকিল। সে ঘটনা ভালো-মন্দ দুই হতে পারে। দিনটি কেমন যাবে তার আগাম আভাস দেয় জ্যোতিষশাস্ত্র। কেমন কাটবে আজকে আপনার দিন? জেনে নিন আজকের রাশিফল।

মেষ রাশি: কোনও বিষয়ে তাড়াহুড়ো করবেন না। প্রতিটি পদক্ষেপ বুঝে শুনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আজকে নেওয়া কোনও পদক্ষেপ আগামীতে ভালো খবর নিয়ে আসবে।

Ajker Rashifal : Daily Horoscope on 28 july in bengali

বৃষ রাশি: সবকিছু আপনার নিয়ন্ত্রণে থাকবে না, এই কথা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন ততটাই মঙ্গল। অত্যাধিক কাজে দেহে ক্লান্তি আসতে পারে। অযথা চিন্তা-ভাবনা করবেন না। যা স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে।

Ajker Rashifal : Daily Horoscope on 28 july in bengali

মিথুন রাশি: শব্দ প্রয়োগে সাবধান হন। আপনার কথা অন্য কারোর খারাপ লাগতে পারে। তা ঝগড়ার রূপ নিতে পারে। দিনটি নতুন সুযোগ নিয়ে আসতে পারে।

Ajker Rashifal : Daily Horoscope on 28 july in bengali

কর্কট রাশি: ইতিবাচক চিন্তা ভাবনা করুন। পজিটিভ চিন্তা বিপদ থেকে উদ্ধার করবে। আপনার অভিজ্ঞতা কর্মক্ষেত্রে কাজে আসবে। দিনের শেষে নিজের জন্য সময় বার করার চেষ্টা করুন।

Ajker Rashifal : Daily Horoscope on 28 july in bengali

সিংহ রাশি: আজকে সব কিছু আপনার পরিকল্পনা অনুযায়ী নাও হতে পারে। মাথা গরম করবেন না। দিনের শেষে কোথাও ঘুরতে যেতে পারেন। তাতে মন ফুরফুরে হবে।

Ajker Rashifal : Daily Horoscope on 28 july in bengali

কন্যা রাশি: আজকের দিনটি আপনার অনুকূলেই থাকবে। দিনটি ভালো সুযোগ নিয়ে আসবে। সকলের মধ্যে আলাদা স্থান করে নিতে পারবেন। নিজের জার্নি উপভোগ করুন।

Ajker Rashifal : Daily Horoscope on 28 july in bengali

তুলা রাশি: হৃদয়ের কথা শুনুন। ফুরফুরে একটি দিন। হালকা মেজাজে থাকুন। আজকে ব্যয় বাড়তে পারে। সব বিষয়ে কথা বলবেন না। মাঝে মাঝে চুপ থাকুন। স্বাস্থ্য ভালো থাকবে।

Ajker Rashifal : Daily Horoscope on 28 july in bengali

বৃশ্চিক রাশি: আজকে মনের কথা লুকিয়ে রাখবেন না। কেউ সাহায্য চাইতে পারে। কঠিন সিদ্ধান্ত নেওয়ার আগে গুরুজনদের সঙ্গে আলোচনা করুন।
Ajker Rashifal : Daily Horoscope on 28 july in bengali
ধনু রাশি: স্ত্রীর সঙ্গে পুরনো ঝামেলা মিটে যাবে। পরিবারে শান্তি বজায় থাকবে। কোনও কথা ধৈর্য ধরুন শুনুন। দিনটি মোটের উপর ভালোই কাটবে।

Ajker Rashifal : Daily Horoscope on 28 july in bengali

মকর রাশি: দিনটি আপনার সামনে কিছু সমস্যা নিয়ে আসবে। তবে নিজের বুদ্ধি কাজে লাগিয়ে বিপদ থেকে বেরিয়ে আসতে পারবেন। মেজাজ হারাবেন না। অপেক্ষা করতে শিখুন।

Ajker Rashifal : Daily Horoscope on 28 july in bengali

কুম্ভ রাশি: প্রয়োজন অনুসারে পদক্ষেপ নিন। লক্ষ্যের প্রতি মনযোগ করুন। কাছের মানুষরা আপনার কাছে সাহায্য চাইতে পারে।

Ajker Rashifal : Daily Horoscope on 28 july in bengali

মীন রাশি: কাছের কোনও মানুষের আচরণ খারাপ লাগতে পারে। চাকরি ক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে। উপকার পেতে তুলসি গাছে দুধ ঢালুন।

Ajker Rashifal : Daily Horoscope on 28 july in bengali

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *