১৪৮ বছরের ইতিহাসে সবচেয়ে খারাপ! বোলিং ব্যর্থতায় লজ্জার নজির প্রসিদ্ধ কৃষ্ণর

১৪৮ বছরের ইতিহাসে সবচেয়ে খারাপ! বোলিং ব্যর্থতায় লজ্জার নজির প্রসিদ্ধ কৃষ্ণর

জ্যোতিষ খবর/ASTRO
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড় রান করেও বিপাকে ভারতীয় দল। প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও ভোগাচ্ছে বোলিং ব্যর্থতা। মহম্মদ সিরাজ, আকাশ দীপরা যে আক্রমণটা শুরু করেছিলেন, তা পরে আর ধরতে রাখতে পারেননি। তবে তার সঙ্গে দুশ্চিন্তা প্রসিদ্ধ কৃষ্ণকে নিয়ে। উইকেট তুলতে যেমন তিনি বেকায়দায় পড়েছেন, তেমনই টেস্ট ক্রিকেটের ১৪৮ বছরের ইতিহাসে লজ্জার রেকর্ডও গড়েছেন।

এজবাস্টনে প্রথম ইনিংসে ভারত করে ৫৮৭ রান। একাই ২৬৯ রান করেন অধিনায়ক শুভমান গিল। যশস্বী জয়সওয়াল ৮৭ ও রবীন্দ্র জাদেজা ৮৯ রান করেন। ভারতের বোলিংয়ের শুরুটাও খারাপ হয়নি। দ্বিতীয় দিনের শেষেই সিরাজ-আকাশ দীপরা ইংল্যান্ডের তিন উইকেট ফেলে দিয়েছিলেন। এমনকী তৃতীয় দিনেই এক ওভারে জো রুট ও বেন স্টোকসকে ফেরান সিরাজ। তারপরই ভারতের বোলিংয়ের রাশ আলগা হয়ে যায়। জেমি স্মিথ ও হ্যারি ব্রুক দুজনেই সেঞ্চুরি করেন।

দুই পেসার উইকেট পেলেও ব্যর্থ প্রসিদ্ধ কৃষ্ণ। চা পানের বিরতি পর্যন্ত ১৩ ওভার করে ৭২ রান দিয়েছেন তিনি। কোনও উইকেট পাননি। ইকোনমি রেট ৫.৫৪। তার মধ্যে একটি ওভারে ২৩ রানও দিয়েছেন। সব মিলিয়ে গোটা টেস্ট কেরিয়ারে ওভার প্রতি ৫-র বেশি রান দিয়েছেন। টেস্টে অন্তত পাঁচশো বল করেছেন, এমন বোলারদের মধ্যে প্রসিদ্ধর ইকোনমিই সবচেয়ে খারাপ। তাঁর ইকোনমি রেট ৫.০৭। ১৪৮ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এত খারাপ ইকোনমি আর কারও নেই।

এর আগে এই লজ্জার রেকর্ড ছিল বাংলাদেশের শাহাদাত হোসেনের নামে। তিনি ৩৮ ম্যাচে দিয়েছিলেন ৩৭৩১ রান। ইকোনমি রেট ছিল ৪.১৬। অন্যদিকে প্রসিদ্ধ এই টেস্ট নিয়ে পাঁচটি টেস্ট খেলেছেন, তুলেছেন ১৩টি উইকেট। তাঁকে নিয়ে শুরু হয়েছে মিমের বন্যা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *