সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যের ‘স্বনির্ভর’ মহিলাদের জন্য নতুন দিগন্তের সূচনা করল শান্তিনিকেতনের ‘আমার কুটির’ সংস্থা এবং কলকাতার স্কটিশ চার্চ কলেজ। রাজ্যের বিভিন্ন জেলার মহিলাদের হস্তশিল্প ও স্বনির্ভর উদ্যোগকে ডিজিটাল প্ল্যাটফর্মে বিক্রির পথ দেখাচ্ছে আমার কুটির। এর মধ্যেই দু’দিনব্যাপী এক বিশেষ হস্তশিল্প প্রদর্শনীর আয়োজন করা হয় স্কটিশ চার্চ কলেজ প্রাঙ্গণে, যার সমাপ্তি ঘটে শুক্রবার।
প্রদর্শনীতে অংশ নেন রাজ্যের বিভিন্ন জেলার সেইসব মহিলারা, যারা ‘আমার কুটির’-এর ডিজিটাল বিক্রয় প্রশিক্ষণ এবং স্কটিশ চার্চ কলেজের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে স্বনির্ভর হয়ে উঠেছেন। তাঁরা প্রদর্শনীতে নকশিকাঁথা, টাই অ্যান্ড ডাই, বাটিক-সহ নানা ধরনের হস্তশিল্প সামগ্রী তুলে ধরেন।
স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জুরি মণ্ডল জানান, “শুধু ছাত্র-ছাত্রী নয়, বাইরের আগ্রহীদেরও এই প্রশিক্ষণে যুক্ত করার লক্ষ্যে আমরা কাজ করছি। স্কটিশ চার্চ কলেজ থেকে প্রশিক্ষণ নিয়ে আজ অনেকেই নিজেদের উদ্যোগে ব্যবসা শুরু করেছেন। অনলাইন বিক্রির কৌশল শিখিয়ে তাঁদের সহযোগিতা করছে ‘আমার কুটির’।
প্রসঙ্গত, ২০২৪ সালে কলেজে তৈরি হয়েছে ‘এন্টারপ্রেনিয়োর সেল’, যার নেতৃত্বে রয়েছেন কলেজের বাংলা বিভাগের অধ্যাপিকা ললিতা রায়। তিনি জানান, “গত বছরের ১১ মে থেকে হস্তশিল্প নিয়ে সার্টিফিকেট কোর্স চালু হয়েছে। এখন পর্যন্ত চতুর্থ ব্যাচে ৬৩ জন সফলভাবে প্রশিক্ষণ নিয়ে কাজ শুরু করেছেন। শিক্ষা মন্ত্রকের নির্দেশনা অনুযায়ী কর্মমুখী শিক্ষায় জোর দিতেই এই উদ্যোগ। আমার কুটিরের প্রশিক্ষক বন্যা রায় বলেন, হস্তশিল্পকে নতুন প্রজন্মের কাছে ব্যাবসা উপযোগী করে তোলাই তার মূল লক্ষ্য।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন