সহায় সেই হাসিনা! বার্ন ইনস্টিটিউটে উত্তরায় দগ্ধদের ‘সর্বোত্তম চিকিৎসা’র প্রতিশ্রুতি ইউনুসের

সহায় সেই হাসিনা! বার্ন ইনস্টিটিউটে উত্তরায় দগ্ধদের ‘সর্বোত্তম চিকিৎসা’র প্রতিশ্রুতি ইউনুসের

রাজ্য/STATE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সহায় সেই শেখ হাসিনা! তাঁর আমলে তৈরি অত্যাধুনিক বার্ন ইনস্টিটিউটকেই ভরসা করতে হচ্ছে ইউনুস প্রশাসনকে। চলতি সপ্তাহে ঢাকার উত্তরায় এক স্কুলের উপর বিমান ভেঙে পড়ার ঘটনায় দগ্ধদের চিকিৎসা চলছে সেখানেই। শনিবার সেই বার্ন ইনস্টটিউটে আহতদের দেখতে গিয়ে দেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস প্রতিশ্রুতি দিলেন, দগ্ধদের সর্বোত্তম চিকিৎসা হবে। যা যা দরকার, তাতে কোনও কসুর যাতে না থাকে, ইনস্টিটিউশনের প্রধান এবং চিকিৎসকদের বারবার সেই বার্তা দিয়েছেন ইউনুস।

শনিবার রাত ৯টার পর প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমকে নিয়ে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে যান। এই চিকিৎসাকেন্দ্র শেখ হাসিনার আমলে তৈরি এবং অত্যাধুনিক। দেশজুড়ে এই বার্ন ইনস্টিটিউটের বিরাট সুনাম। বলা হয়, শুধুমাত্র আগুনে দগ্ধ রোগীদের জন্য এত আধুনিক চিকিৎসা ব্যবস্থা এবং চিকিৎসাকেন্দ্র স্থাপন অতি বিরল। চলতি সপ্তাহে উত্তরার দুর্ঘটনায় দগ্ধরা সকলেই এখানে চিকিৎসাধীন। শনিবার তাঁদের সম্পর্কে খোঁজখবর নিতে গিয়েছিলেন দেশের প্রধান উপদেষ্টা। গোটা পরিস্থিতি তাঁর কাছে তুলে ধরেন বিশেষ সহকারী অধ্যাপক মহম্মদ সায়েদুর রহমান। এও বলেন, এই দুর্ঘটনা দেশের জরুরিকালীন স্বাস্থ্য পরিষেবার ত্রুটিগুলি তুলে ধরেছে। এসব শুনেই ইউনুস জানান, দ্রুত এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বদ্ধপরিকর প্রশাসন। জানান, সবচেয়ে ভালো চিকিৎসা হবে আহতদের।

চিকিৎসায় সুস্থ হয়ে ওঠার পাশাপাশি এমন ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হওয়ায় রোগীদের মধ্যে মানসিক চাপ ও দুর্বলতা তৈরি হতে পারে। সেই ‘ট্রমা’ কাটাতে নিয়মিত কাউন্সেলিংয়ে জোর দিয়েছেন ইউনুস। শনিবার এসব জানিয়েছেন ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম। দুর্ঘটনার পর বাংলাদেশের পাশে দাঁড়াতে ‘বন্ধু’ ভারতের তরফে নার্স, চিকিৎসক ও চিকিৎসা সরঞ্জাম পাঠানো হয়েছে। তার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *