নিরুফা খাতুন: নিম্নচাপ সরে যাওয়ায় শহর ও জেলার আকাশ কিছুটা মেঘমুক্ত। রোদের দেখা মিলেছে। তবে জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আজ, রবিবার বৃষ্টির পরিমাণ কম থাকলেও সোমবার ফের ভারী বৃষ্টির কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বুধবার পর্যন্ত এই বৃষ্টি চলবে। অন্যদিকে, উত্তরবঙ্গে রবিবার থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
আজ, দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকবে। জলীয় বাষ্পের কারণে অস্বস্তি থাকবে। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে গাঙ্গেয় বঙ্গে। শহরে আজ, রবিবার বৃষ্টির পরিমাণ কম। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি।
আগামী সপ্তাহের শুরুতে সোম ও মঙ্গলবার বৃষ্টি বাড়তে পারে। জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও পুরুলিয়া, পূর্ব-পশ্চিম, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ বেশি থাকবে।
হাওয়া অফিসের পূর্বাভাস, সোমবার ও মঙ্গলবার ফের বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়েই ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা। সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস পূর্ব পশ্চিম, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। মঙ্গলবারও বৃষ্টি চলবে নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান এবং বাঁকুড়ায়।
অন্যদিকে, আজ থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি, দার্জিলিং কালিম্পং ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা। সোমবার ভারী বৃষ্টি কালিম্পং মালদহ ও দক্ষিণ দিনাজপুরে। মঙ্গল ও বুধবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।