‘শিল্পীদের সঙ্গে অভব্য আচরণ’, লিলুয়াবাসীর উপর ক্ষুব্ধ ইমন বন্ধ করলেন বসন্ত উৎসব

‘শিল্পীদের সঙ্গে অভব্য আচরণ’, লিলুয়াবাসীর উপর ক্ষুব্ধ ইমন বন্ধ করলেন বসন্ত উৎসব

রাজ্য/STATE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিগত আট বছরের রীতিতে ছেদ! এবার দোল পূর্ণিমায় আর বসন্ত উৎসবের আয়োজন করছেন না ইমন চক্রবর্তী (Iman Chakraborty)। প্রতিবার ঘটা করে লিলুয়ায় বসন্তোৎসব করেন গায়িকা। যেখানে চমক হিসেবে থাকে একাধিক শিল্পীদের পারফরম্যান্স। তবে এবার লিলুয়ায় আর সেই দৃশ্য দেখা যাবে না। লিলুয়াবাসীদের উপর ক্ষুব্ধ হয়ে বসন্তোৎসব বন্ধ করে দিলেন গায়িকা। গায়িকার অভিযোগ, প্রতিবার তাঁর অনুষ্ঠানে অংশ নেওয়া শিল্পীদের সঙ্গে অভব্য আচরণ করেন স্থানীয় কিছু মানুষ।

প্রসঙ্গত, লিলুয়াতেই শৈশব থেকে ইমনের বেড়ে ওঠা। কর্মসূত্রে বর্তমানে দক্ষিণ কলকাতায় থাকলেও নিজের শিকড় ভুলে যাননি শিল্পী। তবে এবার নিজের এলাকার বাসিন্দাদের উপরই ক্ষোভ উগড়ে দিলেন ইমন চক্রবর্তী। তাঁদের বাড়বাড়ন্তে এতটাই ক্ষুব্ধ তিনি যে, চলতি বছর আর মায়ের হাত ধরে শুরু করা বসন্তোৎসব (Basanta Utsav) পালন করবেন না বলে সাফ জানিয়ে দিলেন। ইমন জানিয়েছেন, এবছর লিলুয়াতে বসন্ত উৎসব হচ্ছে না। কারণ হিসেবে জানাতে চাই, গত ৮ বছর ধরে আমরা লিলুয়াতে উৎসব করছিলাম। কিন্তু কিছু স্থানীয় মানুষজন প্রত্যেক বছর অনুষ্ঠানের শেষপাতে এসে ঝামেলা করে গিয়েছেন। বেশ কিছু শিল্পীর সঙ্গে অভব্য আচরণ করেছেন। আমাদের এটা প্রাপ্য নয়। এখানে যাঁরা খেটে অনুষ্ঠানটা দাঁড় করান, তাঁরা কেউ একটি টাকাও নেন না। শিল্পীরাও পারিশ্রমিক নেন না। আমরা এটা লিলুয়ার মানুষদের জন্য করতাম। আমার মায়ের স্মৃতির উদ্দেশে করতাম। অনেক কষ্ট নিয়ে লিলুয়াতে এই অনুষ্ঠান বন্ধ করতে বাধ্য হচ্ছি।

এরপরই ইমনের সংযোজন, “জানি এতে অনেকে খুশি হবেন। তবে এটাও জানি যে কষ্ট পাবেন তার থেকে অনেক বেশি সংখ্যক মানুষ। আমরা দুঃখিত।” পাশাপাশি গায়িকা চ্যালেঞ্জ ছুড়ে এও জানিয়ে দিয়ে গেলেন যে, “আমরা ফিরব। আরও বড় আকারে ফিরব।” ইমনের বসন্ত উৎসব এর শুরু গায়িকার মায়ের হাত ধরেই। তিনি যে গানের স্কুল চালান, সেটা ইমনের মায়ের শুরু করা। এক বসন্তে মা তাঁর স্টুডেন্টদের নিয়ে বাড়ির সামনের গলিতে একটা ছোটখাটো খাট, তাতে চাদর পেতে, সাউন্ড বক্স চালিয়ে গানের অনুষ্ঠান করেছিলেন। সেখান থেকেই শুরু ইমন চক্রবর্তীর বসন্ত উৎসব। মা বেঁচে না থাকলেও নিজদায়িত্বে এই বসন্ত উৎসবের আয়োজন করে আসছেন ইমন। তবে এবার সেই আয়োজন করছেন না তিনি। সোশাল মিডিয়া পোস্টেই সেকথা জানিয়ে দিয়েছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *