লর্ডসে ছক্কার নয়া ইতিহাস পন্থের, টপকে গেলেন ভিভ রিচার্ডসকে

লর্ডসে ছক্কার নয়া ইতিহাস পন্থের, টপকে গেলেন ভিভ রিচার্ডসকে

রাজ্য/STATE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ডে যেন রেকর্ড ভাঙতেই এসেছেন ঋষভ পন্থ। এবার ছক্কার নজির গড়লেন টিম ইন্ডিয়ার এই উইকেটকিপার। আঙুলে চোট নিয়ে যে ইনিংসটি তিনি উপহার দিলেন, তা স্মরণীয় হয়ে থাকবে। তাঁর ৭৪ রানের ইনিংসটি সাজানো ছিল ৮টি চার এবং ২টি ছক্কা দিয়ে। আর ছক্কা হাঁকিয়ে তিনি ছাপিয়ে গেলেন কিংবদন্তি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার স্যার ভিভ রিচার্ডসকে।

ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৬টি টেস্ট খেলেছেন রিচার্ডস। এর মধ্যে ছক্কা হাঁকিয়েছেন ৩৪টি। ৫৯তম ওভারের শেষ বলে বেন স্টোকসকে বিশাল ছক্কা হাঁকিয়ে প্রাক্তন ক্যারিবিয়ান ক্রিকেটারকে টপকে যান পন্থ। ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ১২টি টেস্ট খেলেছেন টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক। আর তাতেই রিচার্ডসকে টপকে গেলেন।

তাছাড়াও রোহিত শর্মাকেও ছুঁয়ে ফেলেছেন পন্থ। টেস্টে টিম ইন্ডিয়ার হয়ে সবচেয়ে বেশি ছয় মারার তালিকায় ‘হিটম্যানে’র সঙ্গে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে উঠে এলেন ভারতীয় উইকেটরক্ষক। দুই ব্যাটারই টেস্টে ছয় মেরেছেন ৮৮টি। পন্থ ৪৬টি টেস্টে এই নজির গড়েছেন। রোহিত খেলেছেন ৬৭ টেস্ট। প্রথম স্থানে রয়েছেন বীরেন্দ্র শেহওয়াগ (৯০)। অন্যদিকে, ইংল্যান্ড সফরে ভারতীয় উইকেটকিপার ব্যাটার হিসেবে সর্বোচ্চ রানের নজিরও গড়েছেন পন্থ। 

উল্লেখ্য, লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে উইকেটকিপিং করার সময় আঙুলে চোট পেয়েছিলেন। ভারতীয় উইকেটকিপার ব্যাট করতে নামবেন কি না, সেই সংশয় ছিল। পন্থ অবশ্য সব সংশয় উড়িয়ে ব্যাট হাতে নেমেছিলেন। কিন্তু তাঁকে সমস্যায় ফেলার জন্য ইংরেজ বোলাররা বারবার ‘বডিলাইন’ করছিলেন। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *