চেন্নাই: প্রতিবাদের ভাষা মিলে গেল যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং তামিলনাডুর তিরুনেলভেলির মানোনমানিয়াম সুন্দরানার বিশ্ববিদ্যালয়ের (এমএসইউ)। তামিলনাডুর রাজ্যপাল আরএন রবির সঙ্গে ডিএমকে নেতৃত্বাধীন রাজ্য সরকারের বিরোধকে নতুন রূপ দিলেন এমএসইউয়ের পিএইচডি ছাত্রী জিয়ান জোসেফ।
বুধবার ছিল বিশ্ববিদ্যালয়ের ৩২ তম সমাবর্তন অনুষ্ঠান। সেখানে কৃতি পড়ুয়াদের হাতে ডিগ্রি তুলে দিচ্ছিলেন রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য আরএন রবি। তাঁর পাশেই দাঁড়িয়ে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চন্দ্রশেখর। পড়ুয়ারা মঞ্চে উঠে একে একে রাজ্যপালের হাত থেকে হাসিমুখে ডিগ্রি নিয়ে ছবি তুলে নেমে যাচ্ছিলেন। কিন্তু ব্যতিক্রমী সিদ্ধান্ত নেন জিয়ান জোসেফ। তিনি মঞ্চে উঠে দৃপ্ত পদব্রজে রাজ্যপালকে এড়িয়ে সোজা এগিয়ে যান উপাচার্যের দিকে এবং তাঁর হাত থেকে ডিগ্রি নেন। নামার আগে রাজ্যপালকে ধন্যবাদ জানান। প্রত্যুত্তরে রাজ্যপালও ঘাড় নাড়েন। ইতিমধ্যে গোটা ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
জিয়ানের অপর একটি পরিচয় নাগেরকোলি ডিএমকের ডেপুটি সেক্রেটারি এম রাজনের স্ত্রী। কেন তিনি রাজ্যপালের হাত থেকে ডিগ্রি নিলেন না তার ব্যাখ্যা দিতে গিয়ে জিয়ান বলেন, ‘আরএন রবি তামিলনাডু এবং রাজ্যের লোকজনের বিরোধী। উনি তামিল জনসাধারণের জন্য কিছুই করেননি। তাই ওঁর হাত থেকে আমি আমার ডিগ্রি নিতে চাইনি।’
তামিলনাডুর এই ঘটনার সঙ্গে মিল রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটি ঘটনার। ২০১৪ সালের ডিসেম্বরে যাদবপুরের ৫৯ তম বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে বাংলা ভাষা ও সাহিত্যের ছাত্রী গীতশ্রী সরকার পশ্চিমবঙ্গের তৎকালীন রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য কেশরীনাথ ত্রিপাঠীর হাত থেকে ডিগ্রি এবং সোনার মেডেল নিতে অস্বীকার করেছিলেন। বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অভিজিৎ চক্রবর্তীর পদত্যাগের দাবিতে ওই পদক্ষেপ করেছিলেন গীতশ্রী। তখন তাঁকে মঞ্চ থেকে নেমে যেতে বলেছিলেন রাজ্যপাল।
The publish রাজ্যপালকে এড়িয়ে ডিগ্রি গ্রহণ ছাত্রীর appeared first on Uttarbanga Sambad.