সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যমগ্রাম বিস্ফোরণের তদন্ত যত এগোচ্ছে, ততই চাঞ্চল্যকর সব তথ্য উঠে আসছে। বিস্ফোরক উত্তরপ্রদেশের বাসিন্দা, মৃত সচ্চিদানন্দ মিশ্রর মোটিভ সম্পর্কে প্রায় নিশ্চিত তদন্তকারীরা। মধ্যমগ্রামে মৃতার স্বামীকে খুনের উদ্দেশ্য নিয়ে সে সম্ভবত বারাণসী থেকে কলকাতায় এসেছে বলে অনুমান। কিন্তু দুর্ভাগ্যবশত ‘মিশন’ সফল হওয়ার আগেই নিজের ব্যাগে থাকা বিস্ফোরক ফেটে তার মৃত্যু হয়। তদন্তের স্বার্থে মঙ্গলবার প্রেমিকা ও তার স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।
বারাসত পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে, ট্রেনেই সে কলকতায় আসে। বিস্ফোরক সঙ্গে নিয়েই এসেছিল। তবে ধরা পড়ার ভয় চেনা পথ এড়িয়েছে সচ্চিদানন্দ। সম্ভাব্য রুট খানিকটা এরকম – বারাণসী থেকে হাওড়া বা হাওড়ার আশপাশ স্টেশনে নেমেছিল। তারপর সেখান থেকে সোজা মধ্যমগ্রামে পৌঁছয়। দিনটা ছিল ১৬ আগস্ট। এখন প্রশ্ন, যদি সে বিস্ফোরক নিয়ে ট্রেনসফর করে, তাহলে স্বাধীনতা দিবসের সময় নিরাপত্তা জোরদার করা সত্ত্বেও সচ্চিদানন্দ কেন ধরা পড়ল না? কোথায় গাফিলতি? এসব প্রশ্ন উঠছেই।
মধ্যমগ্রামের যে মহিলার সঙ্গে সচ্চিদানন্দের সম্পর্ক তৈরি হয়েছিল, ওই মহিলার স্বামীকে খুনের পরিকল্পনা ছিল বলে অনুমান। আর সেই কারণে বিস্ফোরক নিয়ে এসেছিল। কিন্তু কেন হঠাৎ এই খুনের পরিকল্পনা, তা অজ্ঞাত এখনও। প্রেমিকার বিবাহ বহির্ভূত সম্পর্কে কি কাঁটা হয়ে দাঁড়িয়েছিল স্বামী? একাধিক প্রশ্নের উত্তর অধরা। সেসব জানতেই প্রেমিকা ও তাঁর স্বামীকে আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে, মৃত সচ্চিদানন্দের বাবা অশ্বিনীকুমার মিশ্র আজই এসেছেন কলকাতায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, ছেলের কাজকর্মের বিষয় কিছুই জানেন না। ফোনে মাঝেমধ্যে কথা হতো। ছেলের প্রেমের সম্পর্কের কথাও বাবা কিছুই জানেন না। ছেলেকে এভাবে হারিয়ে স্বভাবতই দুঃখে ভেঙে পড়েন।