অর্ণব আইচ: ট্যাংরা কাণ্ডের পরতে পরতে রহস্য। তবে গোটা ঘটনার নেপথ্যে ঋণ বলেই প্রাথমিকভাবে অনুমান তদন্তকারীদের। কিন্তু এত বড় ব্যবসার মালিক কীভাবে দেনায় জর্জরিত হলেন? জানা যাচ্ছে, ব্যবসায় লোকসান বাড়তে থাকলেও সর্তক হননি দে পরিবারের দুই ছেলে। বরং দুহাতে খরচ করেছেন। গতবছর দুটি বিলাসবহুল গাড়ি উপহার দিয়েছেন স্ত্রীদের। ঘুরে দাঁড়ানোর পরিস্থিতি নেই বুঝেও বারবার বিদেশ ভ্রমণে গিয়েছেন ঋণের টাকায়।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]