বাদশাহীন মন্নতের দরবার, ‘কবজি ডুবিয়ে বিরিয়ানি খাওয়া’র বার্তা দিয়ে ইদেও অন্তরালে শাহরুখ!

বাদশাহীন মন্নতের দরবার, ‘কবজি ডুবিয়ে বিরিয়ানি খাওয়া’র বার্তা দিয়ে ইদেও অন্তরালে শাহরুখ!

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মন্নতের ছাদে পাঠান স্যুটে কিং দর্শন। ইদের চিরাচরিত চেনা ছবি। তবে চলতি বছর সেই নিয়মে ভাঁটা! কারণ জনশূন্য মন্নত। সোমবার সকাল থেকে ‘পীঠস্থানে’র বাইরে হত্যে দিয়েও বাদশার দেখা পাওয়া যায়নি। ভগ্নহদয়ে অনুরাগীরা যখন সোশাল পাড়ায় ঝড় তুলেছে, ঠিক সেই আবহেই সন্ধেবেলা শাহরুখ খানের তরফে এল ইদের শুভেচ্ছা। সঙ্গে কবজি ডুবিয়ে বিরিয়ানি খেয়ে একে-অপরের সঙ্গে আনন্দে ইদ-উল-ফিতর উদযাপনের নিদান দিলেন বলিউড সুপারস্টার। তবু দেখা মিলল না বাদশার।

মন্নত। শাহরুখ খানের (Shah Rukh Khan) স্বপ্নের ইমারত। অবশ্য তাঁর একার নয়, সহধর্মিনী গৌরীও রয়েছেন ‘কিং’-এর পাশে। দুজনে মিলে মনের মতো করে সাজিয়ে নিয়েছেন এই বাড়ি। বলা ভালো প্রাসাদ। যার সামনে চেনা দৃশ্য নায়কের দর্শনপ্রত্যাশী জনঅরণ্যের ঢেউ। তাঁদের কাছে মন্নত (Mannat) পীঠস্থান। বাদশার জন্মদিন হোক বা সিনেমার রিলিজ থেকে ইদ, বান্দ্রার এই হেরিটেজ প্রাসাদের বাইরে চেনা দৃশ্য জনঅরণ্য। সম্প্রতি সেই সাধের বাংলো ছেড়ে সপরিবারে অন্যত্র চলে গিয়েছেন কিং খান। থাকছেন পালি হিলসের ভাড়া বাড়িতে। আর সেই কারণেই ইদের বিকেলে মন্নতের ছাদে দেখা দেননি শাহরুখ! তবে মন্নতের দরবারে দর্শন না দিলেও অনুরাগীদের উদ্দেশে বিশেষ শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন অভিনেতা।

এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘ইদ মোবারক! আমার মন কৃতজ্ঞতায় পরিপূর্ণ। আপনাদের ইদ আলিঙ্গন, বিরিয়ানি এবং অফুরন্ত ভালোবাসায় ভরে উঠুক। সুখে থাকুন, নিরাপদে থাকুন এবং ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন! প্রত্যেকের জন্য প্রার্থনা করলাম।’ এদিকে বাদশার তরফে বার্তা পেয়েই উচ্ছ্বসিত ভক্তরা। তাঁদের কথায়, ‘এবার ইদ শুরু হল।’

চলতি বছর ইদে মন্নতের বারান্দায় কেন এখনও দেখা গেল না শাহরুখকে? চব্বিশ সালের মাঝামাঝি খুনের হুমকি পেয়েছিলেন কিং খান। তারপর থেকেই লাইমলাইটের অন্তরালে থাকতে ভালোবাসেন শাহরুখ। গত জন্মদিনেও মন্নতের বারান্দায় ‘সম্রাট’কে দেখা যায়নি। তবে সেসব কারণ নয়। আসলে এবার স্বপ্নের বাংলো মন্নতের কলেবর আরও বাড়ানোর পরিকল্পনা করেছেন গৌরী খান। সেই জন্যই ঠিকানা বদলে জ্যাকি ভাগনানির বাংলো আগামী ৩ বছরের জন্য সেই লিজ নিয়েছেন শাহরুখ। সম্ভবত সেই কারণেই সোমবার সন্ধেবেলা পর্যন্ত মন্নতের ছাদে দেখা যায়নি তাঁকে। রাতে কি ‘ইদের চাঁদ’ ধরা দেবে? অপেক্ষায় অনুরাগীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *