কল্যাণ চন্দ, বহরমপুর: পুজোয় নতুন পোশাক কেনার টাকা ছিল না। কীভাবে টাকা জোগাড় করবে তা বুঝতে না পেরে টোটোচালককে খুনের অভিযোগ যুবকের বিরুদ্ধে। জানা যাচ্ছে, খুনের পর টোটোর ব্যাটারি বিক্রি করে জামা কেনার টাকা জোগাড় করেছিল অভিযুক্ত। কিন্তু শেষরক্ষা হল না। পুলিশের জালে অভিযুক্ত সুজল হাজরা। হাড়হিম করা ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার কুদবাপুকুর এলাকায়।
জানা গিয়েছে, মৃতের নাম আলাইহিম শেখ। গত ২৭ শে সেপ্টেম্বর অর্থাৎ পঞ্চমীর দিন দৌলতাবাদের বাসিন্দা ওই টোটোচালক নিজের টোটো নিয়ে বহরমপুর গিয়েছিল। এদিকে টাকা জোগাড়ের জন্য মরিয়া হয়ে উঠেছিল ধৃত সুজল। পঞ্চমীর রাতেই চুয়াপুরের বাসিন্দা সুজল হাজরা বহরমপুরে গিয়ে আলাইহিমের টোটো ভাড়া করেছিল। তারপরই আচমকা খুনের ফন্দি করে সে। পুলিশ সূত্রে খবর, মাঝরাস্তায় বাথরুমে যাওয়ার নাম করে টোটো দাঁড় করায়। সেখানেই টোটোচালককে মারধর করা হয় বলে অভিযোগ। এরপর জলে ডুবিয়ে সুজল হাজরা আলাইহিমকে খুন করে বলে দাবি পুলিশের। এরপর ওই টোটোর ব্যাটারি চুরি করে এক ভ্যানচালককে ডেকে অন্য একজনের কাছে ১০ হাজার টাকায় তা বিক্রি করে।
ঘটনার দু’দিন পর টোটোচালকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের পর পুলিশ জানতে পারে ওই টোটো চালককে খুন করা হয়েছে। তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অভিযুক্ত সুজল হাজরা, ভ্যানচালক এবং চুরি করা ব্যাটারি কেনার অভিযোগে আরও দুই জনকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্তকারীদের দাবি, ধৃত সুজল জেরায় খুনের কথা স্বীকার করে নিয়েছে।