দেশজুড়ে একদিনে জন্মাষ্টমী পালিত হলেও কেরলে কেন একমাস পর? শশীর মুখে ধর্মকথা!

দেশজুড়ে একদিনে জন্মাষ্টমী পালিত হলেও কেরলে কেন একমাস পর? শশীর মুখে ধর্মকথা!

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার গোটা দেশ জন্মাষ্টমী উৎসবে মেতেছে। অথচ, কেরল কৃষ্ণের জন্মতিথির উৎসব পালন করবে প্রায় একমাস পর, ১৪ সেপ্টেম্বর। কিন্তু জন্মাষ্টমী পালনের দিন নিয়ে এই ফারাক কেন? সোশাল মিডিয়ায় প্রশ্ন তুলে বিতর্ক উসকে দিলেন তিরুঅনন্তপুরমের সাংসদ শশী থারুর।

রবিবার নিজের এক্স হ্যান্ডেলে কংগ্রেস সাংসদ লিখেছেন, ‘ভারতের প্রায় সর্বত্রই শনিবার জন্মাষ্টমী পালিত হলেও কেরলে হয়নি। সেখানে জন্মাষ্টমী উৎসব পালন হতে চলেছে আগামী ১৪ সেপ্টেম্বর। কারণ তাঁরা মালয়ালম ক্যালেন্ডার অনুযায়ী চলে।’ পাশাপাশি শশীসুলভ মজাদার স্টাইলে প্রশ্ন করেন, ‘ভগবান কি একসঙ্গে দুই দিনে ছয় সপ্তাহ ব্যবধানে জন্মাতে পারেন?’ জনপ্রিয় সাংসদের আরও প্রশ্ন, ‘যদি বড়দিন সারা বিশ্বে একই দিনে পালিত হয়, তবে হিন্দু উৎসবে তার অন্যথা হবে কেন?’ শশী থারুরের এমন পোস্টের পরই বিষয়টি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে নেটদুনিয়ায়।

এখানেই উঠছে প্রশ্ন! কোনও ধর্ম বা ধর্মীয় উৎসব নিয়ে এতদিন তো ভাবিত ছিলেন না কেন্দ্রের বিরোধী দলের অন্যতম সাংসদ। বরং তিনি একটু ভিন্ন ধাঁচের মানুষ হিসেবেই বেশি পরিচিত। হঠাৎ কী এমন হল যে জন্মাষ্টমীর মতো হিন্দু ধর্মের উৎসব কোথায়, কবে পালন হবে সেই নিয়ে কথা বলতে হচ্ছে সেই শশী থারুরকে! তাতেই জল্পনা তৈরি হয়েছে, তবে কি বিজেপিতে যাওয়ার পথে এক পা বাড়িয়েই রয়েছেন তিরুঅনন্তপুরমের সাংসদ! সংসদের ভিতরে বিজেপি সাংসদদের সঙ্গে তিনি যতই বাদানুবাদ করুন না কেন, বিজেপির উচ্চস্তরের নেতাদের সঙ্গে তাঁর সুসম্পর্ক দেখে ভ্রু কোঁচকান কংগ্রেসের একাংশ। তাই জন্মাষ্টমী নিয়ে সরব হওয়ায় শশীর মন্তব্যে গেরুয়া শিবিরের ‘হিন্দুত্ববাদে’র গন্ধ পাচ্ছে রাজনৈতিক মহল।

কিন্তু কেন গোটা দেশের মতো একই দিনে জন্মাষ্টমী পালন করে না কেরল?  আসলে কেরল বাদে দেশের সর্বত্র জন্মাষ্টমী পালিত হয় কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে (ভাদ্র বা শ্রাবণ মাসে)। অর্থাৎ শুধু অষ্টমী তিথিই হল এই উৎসবের প্রধান শর্ত। কিন্তু কেরলে ব্যবহার হয় মালয়ালম ক্যালেন্ডার (কল্লবর্ষম), যা লুনি–সোলার পদ্ধতি অনুসরণ করে। তবে এখানে শুধুমাত্র অষ্টমী তিথি হলেই হবে না। মূল শর্ত হল অষ্টমী তিথি ও রোহিণী নক্ষত্রকে থাকতে হবে মধ্যরাতে। হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী, ভগবান কৃষ্ণের জন্ম হয়েছিল রোহিণী নক্ষত্রে এবং রাত্রিবেলা।

এবছর আসলে তিথি নক্ষত্রের অবস্থানের গন্ডগোল হয়ে গিয়েছিল। ২০২৫ সালে অষ্টমী তিথি ১৬ আগস্টে পড়েছিল, তাই ভারতের বেশিরভাগ জায়গায় ওইদিন জন্মাষ্টমী পালন হয়েছে। কিন্তু সেদিন রোহিণী নক্ষত্র মধ্যরাতে ছিল না, নক্ষত্র যথাস্থানে আসবে ১৪ সেপ্টেম্বর। তাই সেদিনই কেরলে জন্মাষ্টমী পালিত হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *