সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনের বেলা নিরীহ বেলুন-বিক্রেতা, রাতে চোর! পরনে তখন শুধুই গেঞ্জি ও অন্তর্বাস। সম্প্রতি ভদোদরায় ‘ব্যাট গ্যাং’ নামে কুখ্যাত হয়ে উঠেছে এমনই একদল চোর। ‘ব্যাট গ্যাং’-এর সদস্য সন্দেহ করে ৩ অল্প বয়সি যুবককে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে ভদোদরা পুলিশ। যার মধ্যে একজন নাবালকও রয়েছে বলেই সূত্রের খবর। বিগত কিছুদিনের মধ্যেই একের পর এক চুরির ঘটনা ঘটে গিয়েছে শহরের মঞ্জলপুর ও মকরপুরা এলাকায়। এরপরই সারা রাত ব্যাপক নজরদারি শুরু করে পুলিশ। এলাকার বিভিন্ন সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হয়। রাতে নজরদারি চলাকালীন সম্প্রতি কয়েকজন সন্দেহভাজন যুবককে ঘোরাফেরা করতে দেখে পুলিশ। যার মধ্যে একজনের কাঁধে ব্যাগও ছিল। তখনই তাদের আটক করে ব্যাগ খুলে লোহার রড কাটার যন্ত্র, তালা ভাঙার যন্ত্র-সহ চুরি করার আরও সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।
জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্তরা পুলিশকে জানিয়েছে, তারা সারাদিন বেলুন বিক্রেতার ছদ্মবেশে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বেলুন বিক্রি করত। সেই সুযোগেই কোথায়, কোন বাড়িতে, কীভাবে চুরি করা হবে তার পরিকল্পনা করত। এই যুবকদেরই মধ্যে অন্য একটি দল রাতের বেলা চুরি করত। অপর দলের দায়িত্ব ছিল চুরির মাল অন্যত্র পৌঁছে দেওয়া। অল্পবয়সি এই চোরদের কাণ্ড দেখে পুলিশ হতবাক।
ইতিমধ্যেই ভদোদরা পুলিশের জালে ধরা পড়েছে ৩ সন্দেহভাজন। যাঁদের দু’জনের নাম দেবরাজ সোলাঙ্কি ও কবীর সোলাঙ্কি। অভিযুক্তরা নিজেদের অপরাধ স্বীকার করে নিয়েছে বলেই দাবি পুলিশের। পুলিশ জানিয়েছে, ভদোদরা শহরে চারটি চুরির দায় স্বীকার করে নিয়েছে যুবকরা। ৩ জনকেই পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ‘ব্যাট গ্যাং’-এর ৪ সদস্য এখনও নিখোঁজ। তাদের হেফাজতে নেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। তদন্তে নেমে পুলিশ আধিকারিকরা আরও জানতে পেরেছেন ‘ব্যাট গ্যাং’-এর সদস্যরা মূলত মধ্যপ্রদেশ থেকেই এসেছে। সকলেই অতীতে অপরাধ করেছে। অনেকের বিরুদ্ধে খুনের চেষ্টা ও পুলিশ আধিকারিকদের হুমকি দেওয়ার মতো অভিযোগ রয়েছে।
কিন্তু এই কুখ্যাত চোরের দলের নাম ‘ব্যাট গ্যাং’ কেন? ভদোদরা পুলিশ জানাচ্ছে, গ্যাংয়ের একাধিক সদস্যের বুকে বাদুড়ের ট্যাটু আছে। সেই কারণেই এই গ্যাংটি ‘ব্যাট গ্যাং’ নামে কুখ্যাত হয়েছে। খুব শীঘ্রই গোটা গ্যাংকে গ্রেপ্তার করা হবে বলে আশ্বাস দিয়েছেন পুলিশকর্তারা।