গ্যাস সিলিন্ডারের দামবৃদ্ধিতে পথে তৃণমূল, কলকাতার রাস্তায় রুটি সেঁকলেন মন্ত্রী চন্দ্রিমা

গ্যাস সিলিন্ডারের দামবৃদ্ধিতে পথে তৃণমূল, কলকাতার রাস্তায় রুটি সেঁকলেন মন্ত্রী চন্দ্রিমা

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক ধাক্কায় রান্নার গ্যাসের দাম বেড়েছে ৫০টাকা। সাধারণ গ্রাহক থেকে উজ্জ্বলা যোজনার গ্যাসের সিলিন্ডারও এই তালিকায় রয়েছে। সেই দাম বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় তৃণমূল। কলকাতার রাস্তায় উনুনে রুটি সেঁকে প্রতিবাদ জানালেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। পাশের আরও একটি উনুনে করা হল তরকারিও।

বৃহস্পতিবার দুপুরে কলকাতার রাস্তায় দলের প্রমিলা বাহিনীর সঙ্গে রাস্তায় নেমে গ্যাসের দামবৃদ্ধিতে প্রতিবাদ জানান মন্ত্রী চন্দ্রিমা। তিনি রুটি বেলার সঙ্গে সঙ্গে কটাক্ষ করে গান গাইলেন, ‘কী আনন্দ, আকাশে বাতাসে..!’ সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, “লুট তোলাবাজির সঙ্গে মোদি সরকার সমার্থক হয়ে গিয়েছে। এতদিন শুধু এলপিজি গ্যাসের সিলিন্ডারই বাদ পড়েছিল। উজ্জ্বলা যোজনার অন্তর্গত গরিব মহিলাদের সঞ্চয়ের উপর গ্যাসের দাম বৃদ্ধির চাবুক পড়ল।”

উল্লেখ্য, এপ্রিল মাসের ৮ তারিখ মধ্যবিত্ত ও নিম্নবিত্তের হেঁশেলে চাপ বাড়িয়ে একলাফে রান্নার গ্যাসের দাম বাড়ে। প্রধানমন্ত্রীর সাধের প্রকল্প উজ্জ্বলা যোজনার ক্ষেত্রেও দাম বাড়ানো হয়। যদিও এই প্রকল্পের অধীনে থাকা গ্রাহকরা ভরতুকি পায়। এতদিন রান্নার গ্যাসের দাম ছিল ৮২৯ টাকা। তা বেড়ে দাঁড়িয়েছে ৮৭৯ টাকায়। 

এর আগে এনিয়ে সোমবার এক্স হ্যান্ডেলে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছিলেন, ‘মোদি সরকারের বিকাশের প্রকৃত অর্থ ভারতীয়দের শেষ সম্বলটাও শুষে নেওয়া। জীবনদায়ী ওষুধ থেকে পেট্রল-ডিজেল, রান্নার গ্যাসের মতো নিত্যপ্রয়োজনীয় সামগ্রীকে ধীরে ধীরে মহার্ঘ হয়ে উঠছে। এবার পথে নামল তৃণমূল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *