সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাদা পোশাকের ক্রিকেট। কিন্তু ভারত অধিনায়ক শুভমান গিল রীতিমতো রঙিন মেজাজে। এর আগে কালো মোজা পরে আইসিসির শাস্তির মুখে পড়তে হয়েছিল তাঁকে। কিন্তু তারপরও শেখেননি ভারত অধিনায়ক। এবার লাল রংয়ের ইনার পরে বিতর্কে তিনি।
প্রথম ইনিংসে অধিনায়কোচিত ইনিংস খেলার পরও বিতর্কে জড়িয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে তিনি নিজে ব্যর্থ। দল প্রবল চাপে। সেই সঙ্গে ভারত অধিনায়কের সঙ্গী নয়া বিতর্ক। হেডিংলি টেস্টের পঞ্চম দিন জার্সির নীচে লাল রঙের ইনার পরে খেলতে নামেন তিনি। প্রথমে প্রায় ঘণ্টাখানেক গিলের ওই লাল ইনার স্পষ্ট দেখা গিয়েছিল। সাদা রঙের তলায় লাল রং বেশ চোখেও পড়ছিল। পরে অবশ্য সেটা ঢেকে নেন ভারত অধিনায়ক। কিন্তু তাতে বিতর্ক কমছে না।
Shubman Gill’s pink vests underneath his white Check uniform seems to be misplaced and clashes with the standard all-white costume code, detracting from the workforce’s polished look.@ShubmanGill critically trying very dangerous! 👎🤦♀️#INDvsENG @BCCI pic.twitter.com/eQr4YcafLy
— Chanchal Chaudhary🇮🇳 (@ChanchalPanghal) June 22, 2025
নিয়ম অনুযায়ী, কোনও ক্রিকেটার যদি জার্সির নীচে জামা পরতে চান, তা হলে টেস্টে তাঁকে সাদা রঙের জামা পরতে হবে। অন্য কোনও রঙের জামা পরা যাবে না। আইসিসির নিয়মে বলাই আছে, কোনও ক্রিকেটার জার্সির নিচে স্কিনস বা ইনার পরতে চাইলেও সেটা সাদা রঙেরই হতে হবে। শুভমান ব্যাট করার সময় সাদা ইনারই পরেছিলেন। কিন্তু ফিল্ডিংয়ের সময় লাল জামা পরতে দেখা যায় তাঁকে। তাতেই যত বিতর্ক। যা পরিস্থিতি তাতে ফের শাস্তির মুখে পড়তে পারেন ভারত অধিনায়ক।
উল্লেখ্য, লিডসে ৫৭ বছরের রেকর্ড ভেঙেছেন শুভমান। নবাব পতৌদির ৫৭ বছরের রেকর্ড ভেঙে ইংল্যান্ডের মাটিতে কনিষ্ঠতম ভারতীয় হিসেবে নেতৃত্বের ভার সামলানোর নজির গড়েছেন গিল। তাছাড়াও বিজয় হাজারে, দিলীপ ভেঙ্কসরকার, সুনীল গাভাসকর এবং বিরাট কোহলির পর পঞ্চম ভারতীয় অধিনায়ক হিসেবে অভিষেক টেস্টে শতরানের মালিক হয়েছেন শুভমান।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন