সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টলিউডে তাঁর এক বিরাট সাম্রাজ্য। তিনি বছরে একবার আসেন, পর্দায় ঝড় তোলেন, জয় করে চলে যান। এটাই তিনি। তিনি আর কেউ নন সুপারস্টার জিৎ। বছরে একটি ধামাকা ছবি নিয়ে দর্শকের দরবারে আসেন তিনি। তাঁকে নিয়ে ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে কোনও গসিপ পাওয়া যায় না। কিন্তু এখন তিনিই উঠে এলেন খানিক চর্চায়।
না নতুন কোনও গসিপের জন্ম দেননি তিনি। হাতে দুটি ছবি থাকলেও এ চর্চা তাঁকে ঘিরে অন্য বিষয় নিয়ে। তাঁর ধর্মপ্রেমের কারণে। হঠাৎ কেন ধর্মে এত মতি হল জিতের সেই প্রশ্নের উত্তর খুঁজছেন সকলে। আসলে সম্প্রতি নিজের প্রযোজনা সংস্থার পাশাপাশি এক নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন সুপারস্টার জিৎ। সেখানেই দুটি ভক্তিমূলক ভিডিও সম্প্রচার হয়েছে। আগামী দিনে এই চ্যানেলে ভক্তিমূলক গান শোনা যাবে বলেও খবর। তবে অভিনয় ও প্রযোজনার পাশাপাশি জিতের এ নতুন পথচলায় খুশি তাঁর অনুরাগীরাও।
অন্যদিকে হাতে রয়েছে নতুন দুটি ছবি। যার একটি ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় রায়হান রফির ছবি ‘লায়ন’। যার শুটিং শুরু হবে আগামী জুলাই থেকে। অন্যদিকে শোনা যাচ্ছে পথিকৃৎ বসুর পরিচালনায় নতুন ছবিতে বিপ্লবী অনন্ত সিংহের চরিত্রে দেখা যাবে জিৎকে। শোনা যাচ্ছে পুজোর পরেই নাকি শুরু হবে সেই ছবির শুটিং। আপাতত সেই চরিত্রের জন্য প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন সুপারস্টার। সম্প্রতি নীরজ পাণ্ডের ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ সিরিজে দাপুটে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করে বরাবরের মতোই সকলের মন জিতে নিয়েছেন জিৎ।