সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন প্রায় একবছর আগে। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটকে বিদায় জানিয়েছিলেন তিনি। তা সত্ত্বেও অসাধারণ নজির গড়লেন বিরাট কোহলি। বুধবার আইসিসি প্রকাশ করেছে নতুন টি-টোয়েন্টি ব্যাটিং রেটিং পয়েন্ট। সেখানেই ইতিহাস গড়েছেন কোহলি।
বিরাট কোহলির পয়েন্ট ৯০৯। এর ফলে তিনি ইতিহাসের একমাত্র ব্যাটার, যিনি ক্রিকেটের তিনটি ফরম্যাটেই ৯০০ রেটিং পয়েন্ট অতিক্রম করেছেন। এর আগে ৮৯৭ পয়েন্ট ছিল তাঁর। সেখান থেকে ৯০৯ পয়েন্ট পেয়ে পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ রেটিং পয়েন্টের কৃতিত্ব অর্জন করেছেন তিনি। কোহলির আগে রয়েছেন সূর্যকুমার যাদব (৯১২) এবং ডেভিড মালান (৯১৯)।
টেস্ট ক্রিকেটে কোহলির সর্বকালের সেরা র্যাঙ্কিং পয়েন্ট হল ৯৩৭। ভারতীয় ব্যাটার হিসেবে যা সর্বোচ্চ। এই পয়েন্ট অর্জন করেছিলেন ২০১৮ সালে। সার্বিকভাবে এগারোতম। ইংল্যান্ড সফরে ১০ ইনিংসে তিনি করেছিলেন ৫৯৩ রান। এর মধ্যে ছিল দু’টো সেঞ্চুরি এবং তিনটে হাফসেঞ্চুরি। ওই বছরেই তাঁর ওডিআই রেটিং পয়েন্ট ছিল ৯০৯। সেই সময় তিন ম্যাচে করেছিলেন ১৯১ রান। তাতে ছিল দু’টি হাফসেঞ্চুরি। এটিই তাঁর একদিনের ক্রিকেটে সর্বোচ্চ ওডিআই রেটিং পয়েন্ট।
একই সময় বিরাট কোহলি একসঙ্গে তিনটি ফরম্যাটেই (টেস্ট, ওডিআই, টি-টোয়েন্টি) বিশ্বের এক নম্বর ব্যাটার ছিলেন। যা ক্রিকেট ইতিহাসে বিরল গৌরব। উল্লেখ্য, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১২৫ ম্যাচে কোহলির রান ৪,১৮৮। গড় ৪৮.৬৯। ক্রিকেটের এই সংক্ষিপ্ততম ফরম্যাটে একটি সেঞ্চুরি এবং ২৫টি হাফসেঞ্চুরি করেছিলেন। সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকায় এখনও তৃতীয় স্থানে কোহলি।