সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাম্প্রতিক অতীতে বিভিন্ন কারণে চর্চায় উঠে এসেছেন মডেল-সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার উরফি জাভেদ। বেশ কিছু মাস আগে ঠোটের ফিলার্স সরিয়ে মুখ ফুলিয়ে তিনি নেটপাড়ায় ভাইরাল হয়েছিলেন। এবার আরও এক কারণে চর্চায় উঠে এলেন উরফি। তবে এবার বেশ গুরুতর কারণ রয়েছে এর নেপথ্যে। এবার নাকি উরফিকে তাঁর বিকৃত ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন জনৈক ব্যক্তি।
ঠিক কী ঘটেছে? উরফির দাবি, ‘এক ব্যক্তি আমার ছবি বিকৃতি করে তা সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে চলেছে ক্রমাগত। তবে শুধুই যে হুমকি দিয়েছে তা নয়। একটি ছবিকে বিকৃত করে আমাকে ইতিমধ্যেই পাঠিয়েছে। আমি ভাবতে পারছি না উন্নত প্রযুক্তির এরা কীভাবে অপব্যবহার করছে।’ উরফি আরও জানিয়েছে, ‘আমি ইতিমধ্যেই এই বিষয়ে আইনি পদক্ষেপ নেব। আমার মতো আরও যে মহিলারা এই সমস্যার সম্মুখীন হয়েছেন তাঁদের বলব দয়া করে আপনারা এই পরিস্থিতিতে ভয় পেয়ে যাবেন না। আইনি পদক্ষেপ নেবেন। কারণ মনে রাখবেন এক্ষেত্রে আপনি সমস্যা না। এক্ষেত্রে সমস্যা হল সেই ব্যক্তি যে আপনাকে সমস্যায় ফেলছে এই ভুল কাজের মাধ্যমে।’
উল্লেখ্য, বেশ কিছুদিন আগেই সোশাল মিডিয়াতে উরফির এক ভিডিও দেখে রীতিমতো চোখ কপালে উঠে গিয়েছিল সকলের। তাঁর পোস্ট করা একটি ভিডিওতে দেখা গিয়েছিল মুখে একের পর এক সূচ ফোটাচ্ছেন উরফি। আর এর জেরে তাঁর ঠোঁট-মুখ ফুলে ঢোল হয়ে গিয়েছে। এমন অবস্থা দেখে অবাক হয়েছিলেন সকলেই। হঠাৎ কী হল তাঁর? উরফির পোস্ট করা ওই ভিডিও দেখে অনেকেরই মনে হয়েছিল যে উরফি হয়তো মুখে ফিলার্স করাচ্ছেন। কিন্তু তা ঠিক না। এই বিষয়ে নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে উরফি সেই ভিডিও পোস্ট করে জানিয়েছেন, “আমি ফিলার্স করাচ্ছি না। বরং আমি আমার মুখে অতীতে করা ফিলার্স সরিয়ে দিচ্ছি। কারণ সবটা নষ্ট হয়ে গিয়েছিল। তাই এই সিদ্ধান্ত।”