আহমেদাবাদ বিমান দুর্ঘটনার দু’মাস আগে বোয়িং বিমানের ককপিটে বিজয় রূপানি, ছবি ভাইরাল

আহমেদাবাদ বিমান দুর্ঘটনার দু’মাস আগে বোয়িং বিমানের ককপিটে বিজয় রূপানি, ছবি ভাইরাল

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যে বোয়িং বিমান তাঁর প্রাণ কেড়েছে, দুর্ঘটনার ঠিক দু’মাস আগে সেই বোয়িং বিমানের ককপিটে বসেছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। সম্প্রতি সোশাল মিডিয়ায় সেই ছবিগুলি ভাইরাল হয়েছে।

জানা গিয়েছে, গত ৮ এপ্রিল আহমেদাবাদে অ্যাভিয়েশন ইনস্টিটিউট পরিদর্শনে গিয়ে বেসিংয়ের ৭৩৭-২০০ বিমানের ককপিটে বসেছিলেন রূপানি। এর ঠিক দু’মাস পরেই আহমেদাবাদ বিমানবন্দর থেকে টেক অফ করার কয়েক সেকেন্ডের মধ্যেই ভেঙে পড়ে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার এআই ১৭১ বিমানটি। বিমানে থাকা ২৪২ জনের মধ্যে ২৪১ জনেরই মৃত্যু হয়। যার মধ্যে রূপানিও ছিলেন।

যে ছবিগুলি সোশাল মিডিয়ায় ছড়িয়েছে ছবিগুলিতে রূপানিকে ককপিটের ডানদিকের সিটে বসে থাকতে দেখা গিয়েছে। মূলত এই সিটটিতে কো-পাইলট বসেন। ওই ছবিতে অ্যাভিয়েশন ইউনিভার্সিটির ডিন রাধিকা ভাণ্ডারিকেও দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। ছবিগুলি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছিলেন রূপানি। সেখানে গুজরাটিতে তিনি লিখেছিলেন, ‘আহমেদাবাদের সিন্ধু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শনের সময় ওয়েস্টার্ন ইন্ডিয়া ইনস্টিটিউট অফ অ্যারোনটিক্স পরিদর্শন করেছি। এই সময় বোয়িং ৭৩৭, সেসনা, জেনিথ এবং মিগ-২১ এর মতো বিমানের মডেল এবং আসল বিমানগুলিও দেখেছি।’

২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রী এবং ২০০৬ থেকে ২০১২ সাল পর্যন্ত রাজ্যসভার সাংসদ ছিলেন রূপানি। লন্ডন যাওয়ার জন্য তিনি প্রথমে ১৯ মে এআই ১৭১ বিমানের টিকিট কেটেছিলেন। এরপর সেই টিকিট বাতিল করে ২৫ জুনের টিকিট কাটা হয়। পরে তিনি সেই বুকিংও বাতিল করেন এবং ৫ জুন লন্ডন যাওয়ার টিকিট কাটেন, কিন্তু সেটিও বাতিল করেন। অবশেষে, ১২ জুন লন্ডন যাওয়ার জন্য আহমেদাবাদ থেকে টিকিট কাটা হয়। এয়ার ইন্ডিয়ার এআই ১৭১ বিমানে ২ ডি টিকিট কেটেছিলেন তিনি। সেই বিমানটিই টেক অফের কিছুক্ষণের মধ্যে ভেঙে পড়ে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *