সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২২ সালের ৩০ ডিসেম্বরের মধ্যরাত। বর্ষবরণের জন্য প্রস্তুত হচ্ছে গোটা দুনিয়া। ঠিক তখনই ভয়ংকর এক পথ দুর্ঘটনার খবরে শিউরে উঠেছিল ক্রিকেটবিশ্ব। মৃত্যুর মুখ থেকে কোনওক্রমে রক্ষা পান ঋষভ পন্থ। তবে সেই ভয়াবহ অতীত থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ফের আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকভাবে খেলছেন পন্থ। কিন্তু দুর্ঘটনার পরে তারকা ক্রিকেটারের একটাই প্রশ্ন ছিল, আর কি কোনওদিন মাঠে ফিরতে পারবেন? কঠিন সেই সময় নিয়ে মুখ খুলেছেন পন্থের সার্জেন ডঃ দীনেশ পারদিওয়ালা।
ভয়ানক সেই রাতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে ধাক্কা খায় পন্থের গাড়িটি। সঙ্গে সঙ্গে গাড়িতে আগুন ধরে যায়। চালকের আসনে ছিলেন খোদ পন্থ। গাড়ির কাচ ভেঙে কোনওক্রমে বেরিয়ে আসেন তিনি। এর পরই তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। শুরু হয় পন্থের চিকিৎসা। দীর্ঘদিন হাসপাতালে থাকতে হয় তাঁকে। একাধিক অস্ত্রোপচার করতে হয়। সেগুলির তত্ত্বাবধানে ছিলেন ডঃ দীনেশ পারদিওয়ালা। তাঁর কথায়, ওই দুর্ঘটনার পরে পন্থ বেঁচে গিয়েছিলেন স্রেফ ভাগ্যের জোরে। খুব বেশি রক্তক্ষরণও হয়নি।
একটি সাক্ষাৎকারে পারদিওয়ালা বলেন, “হাঁটু আর লিগামেন্ট ভেঙে গিয়েছিল পন্থের। এমন ঘটনায় স্নায়ু এবং রক্ত চলাচলের প্রধান শিরা ক্ষতিগ্রস্ত হওয়ার প্রবল সম্ভাবনা থাকে। কিন্তু পন্থের হাঁটু ভেঙে যাওয়ার পরেও ওর শিরায় ক্ষতি হয়নি, সেটা খুব ভাগ্যের ব্যাপার।” দীনেশের সঙ্গে দেখা হওয়ার পরে পন্থের প্রথম প্রশ্ন ছিল, “আর কোনওদিন খেলতে পারব কি?” তবে কঠিন অবস্থা থেকে পন্থকে সুস্থ করে তুলেছেন ডঃ পারদিওয়ালা।
তিনি জানান, পন্থের গোটা হাঁটুটাই প্রায় নতুন করে গড়ে তুলতে হয়েছে। তারপর হাঁটু সুস্থ হওয়ার জন্য অপেক্ষা করেছেন। সেখান থেকে স্বাভাবিক হাঁটাচলা, তারপর খেলার মাঠে ফেরা-দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে পন্থকে। তবে ডঃ পারদিওয়ালার মনে সন্দেহ ছিল পন্থ আদৌ খেলার মতো ফিটনেস ফিরে পাবেন কিনা। তাই তারকা ক্রিকেটারের প্রশ্নের জবাবে ইতিবাচক উত্তর দিতে পারেননি। কিন্তু খুব ধীরে ধীরে পন্থের সেরে ওঠার প্রক্রিয়া চালিয়ে গিয়েছেন। পারদিওয়ালার মতে, পন্থের বেঁচে যাওয়া এবং তাঁর পা অক্ষত থাকা-দুটোই মিরাকল। আর খেলার দুনিয়ায় পন্থের ফিরে আসাটা তৃতীয় মিরাকল।