সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রবল বর্ষণের জেরে বিপর্যয় মুম্বইয়ের মনোরেলেও। বিদ্যুৎ বিভ্রাটের জেরে প্রায় দু’ঘণ্টা একই জায়গায় আটকে রইল মনোরেল। যার জেরে প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে ট্রেনটিতে আটকে পড়া ৪৪২ জন যাত্রীর মধ্যে। যদিও দীর্ঘক্ষণের চেষ্টায় সকলকেই নিরাপদে উদ্ধার করা গিয়েছে।
মঙ্গলবার সন্ধে সাড়ে ৬টা নাগাদ চেম্বুর ও ভক্তি পার্কের মাঝামাঝি জায়গায় মনোরেলটি বিকল হয়ে পড়ে। মনোরেল পরিষেবা চলে মাটির অনেকটা উপর দিয়ে ফলে মাঝপথে হঠাৎ থেমে যাওয়ায় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। যদিও কিছুক্ষণের মধ্যেই দমকল বাহিনী এসে পড়ে। ল্যাডার দিয়ে যাত্রীদের উদ্ধার করা হয়। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস জানিয়েছেন, সকলকেই নিরাপদে উদ্ধার করা হবে। কেউ আতঙ্কিত হবেন না।
উপমুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে জানান, হারবার লাইনে ট্রেন পরিষেবা প্রবল বর্ষণে বন্ধ। যার ফলে ব্যাপক ভিড় হয়ে যায় মনোরেলে। ওই অতিরিক্ত ভিড়ের চাপেই মনোরেল একদিকে কিছুটা হেলে পড়ে। ফলে বিদ্যুৎ সংযোগ ব্যাহত হয়ে যায়। বিদ্যুৎ বিভ্রাটে পরিস্থিতি জটিল হয়। ট্রেনটি আটকে পড়ার পর ভিতরের যাত্রীরা প্রত্যাশিতভাবেই আতঙ্কিত হয়ে পড়েন। বিদ্যুৎ ও এসি বন্ধ হয়ে যাওয়ায় আতঙ্ক বাড়ে। অনেকেই শ্বাসকষ্টে ভুগছিলেন এবং কেউ কেউ ট্রেনের জানালা ভেঙে বেরিয়ে আসার চেষ্টা করেন। কয়েকজন যাত্রী কামরার ভেতরে অজ্ঞানও হয়ে যান। পরে তাদের অ্যাম্বুল্যান্সে করে পাঠানো হয় হাসপাতালে। সব যাত্রীই নিরাপদ বলে প্রশাসনের দাবি।
উল্লেখ্য, মুম্বই হল ভারতের একমাত্র শহর যেখানে মনোরেল ব্যবস্থা চালু আছে। মনোরেলের একটি কোচে ১৮ জন বসার এবং ১২৪ জন দাঁড়ানোর ব্যবস্থা আছে। অতিরিক্ত ভিড়ের জেরেই এই সমস্যা বলে মনে করা হচ্ছে।